ধোনিকে জানাতে হবে ও কি চায় নাহলে ধোনিকে ছাড়াই ভারত একের পর এক সিরিজ খেলবে: সৌরভ গাঙ্গুলি।

বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় দলের হয়ে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মহেন্দ্র সিং ধোনি। ক্যারিবিয়ান থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন ঘরের মাঠে সাউথ আফ্রিকা বিরুদ্ধে মাঠে নামেনি তিনি। এমনকি কিছুদিন পর থেকে হতে চলা বাংলাদেশ সিরিজেও নির্বাচকরা ভারতের দলে ধোনির নাম রাখেন নি। আর তারপর থেকেই জল্পনা তীব্র মাত্রা নিয়েছে। ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে প্রশ্ন করা হলে জাতীয় দলের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ জানিয়েছেন বিশ্বকাপের পর থেকে আমরা ভারতীয় দলকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছি। তাই উইকেট কিপার হিসাবে ঋষভ পন্থের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছে সঞ্জু স্যামসন কে।

ইঙ্গিত খানিকটা পরিষ্কার হলেও ধোনির ব্যাপারে ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে এই ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত ধোনি নিজেই নেবেন। তিনি ভালোভাবেই জানেন তিনি কি চান আর তাই তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত আমাদের জানাতে হবে সেটা যদি না হয় তাহলে যেমন চলছে সেই রকম চলতে থাকবে অর্থাৎ একের পর এক সিরিজে ধোনিকে ছাড়ায় মাঠে নামবে ভারতের ক্রিকেট দল।

dhoni ganguly m 1

সেই সাথে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন যে চ্যাম্পিয়নরা কোনদিন শেষ হয়ে যায় না। তাই ধোনিও কখনো শেষ হয়ে যাবেন না, কিন্তু ভারতীয় ক্রিকেটে ধোনির কি ভবিষ্যৎ সেটা তার থেকে ভালো আর কেউ জানে না। আর তাই সৌরভ গাঙ্গুলী মনে করেন যে ধোনি নিজের ভবিষ্যৎ সম্বন্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড কে পরিষ্কার ভাবে জানিয়ে দিক। তাহলে আমরাও ভবিষ্যৎ পরিকল্পনা ভালো ভাবে করতে পারবো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর