গাব্বায় ছারখার প্রোটিয়া শিবির! দেড়দিনে ম্যাচ জিতে ভারতের সুবিধা করে দিলো অজিরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গাব্বার আগুনে পুড়লো দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টে জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ব্যাটারদের বধ্যভূমিতে মাত্র দেড় দিনেই শেষ হয়ে গেল প্রথম টেস্ট। এই নিয়ে অনেকেই চোখ কপালে তুলেছেন। ১৯৩১ সালের পর প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে দুদিনেই শেষ হয়ে গেলো কোনও টেস্ট ম্যাচ।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম টেস্টটি একবিংশ শতকের ডেলিভারি সংখ্যার দিক থেকে দ্বিতীয়-সংক্ষিপ্ত টেস্ট ম্যাচ। এখানে ব্যাটাররা খেলেছেন মোট ৮৬৬টি বল। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ২০২১ সালে আহমেদাবাদে আয়োজিত ম্যাচটি হলো এই শতাব্দীর এখনও অবধি সংক্ষিপ্ততম টেস্ট। সেই ম্যাচটিতে খেলা শেষ হয়েছিল মাত্র ৮৪২ বলে।

দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মাত্র ৯৯ রানে শেষ যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৬৬ রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। ফলে দ্বিতীয় ইনিংসে জিততে হলে অজিদের তুলতে হত মাত্র ৩৪ রান। সকলেই ভেবেছিল অত্যন্ত সহজেই জয় পাবে অস্ট্রেলিয়া।

কিন্তু বাস্তবে দেখা গেল সেই সামান্য রানটি তুলতে অজিরা হারায় চারটে উইকেট। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদের বিধ্বংসী স্পেলে উসমান খোয়াজা (২), ডেভিড ওয়ার্নার (৩), স্টিভ স্মিথ (৬), ট্রাভিস হেড (০) ড্রেসিংরুমে ফিরে যান। হাতে ১০০-এর বেশি রান থাকলে এখান থেকেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারতো দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকান বোলারদের ওয়াইড বল থেকে দেওয়া ১৫ রানেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। অতিরিক্ত হিসেবে দ্বিতীয় ইনিংসে ১৯ রান দেয় প্রোটিয়া বোলাররা যা ওই ইনিংসে অজি ব্যাটারদের ব্যাট থেকে আসা মোট রানের থেকেও বেশি। তবে প্রথম ইনিংসে ৯৬ বলে ৯২ রান করে অস্ট্রেলিয়াকে ২১৮ রান তুলে ৬৬ রানের লিড নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ট্র্যাভিস হেড ম্যাচের সেরা হয়েছেন।

ম্যাচ হারার পর অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এই গাব্বার পিচের অত্যন্ত সমালোচনা করেছেন। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংও পর্যন্ত নিজের অবাক মনোভাব লুকিয়ে রাখতে পারেননি। বিরক্তি প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তবে দক্ষিণ আফ্রিকার এই হারের পর ভারতের সুবিধা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পয়েন্টস টেবিলে নিজেদের জয় এবং দক্ষিণ আফ্রিকার হারের পর তারা পয়েন্ট পারসেন্টেজের বিচারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়ার পরেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর