প্রকাশ্যে আসবে নেতাজি অন্তর্ধান রহস্য! ফের এক ব্লকবাস্টার ছবির দামামা বাজছে সাউথে

বাংলাহান্ট ডেস্ক: আবারো এক ধামাকাদার ছবির জন্য তৈরি হচ্ছে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি (South Film Industry)। গত দেড় বছরে দক্ষিণী ছবির রমরমা অবাক চোখে তাকিয়ে দেখেছে বলিউড। বিনোদন দুনিয়ার মহা সঙ্কটের সময়ে লক্ষ্মীর মুখ দেখিয়েছে এই ইন্ডাস্ট্রিই। দর্শকদের চাহিদা বুঝে এনেছে একের পর এক এমন সব ছবি যার গল্প, চিত্রনাট্য, অভিনয় সমাদৃত হয়েছে শুধু গোটা দেশেই নয়, বিদেশেও। এবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhash Chandra Bose) নিয়ে সিনেমা তৈরি করতে চলেছে সাউথ।

ছবির নাম ‘স্পাই’ (SPY)। স্বাধীনতা দিবসের আগেই আগামী ২৯ জুন মুক্তি পাবে এই প্যান ইন্ডিয়া ছবি। মূলত তেলুগু ভাষার ছবি হলেও হিন্দিতেও ডাবিং করা হবে স্পাই। পাশাপাশি আরো কিছু ভারতীয় ভাষায় মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি ছবির পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেন অভিনেতা নিখিল সিদ্ধার্থ।

netaji spy

ছবির পোস্টারে নেতাজি সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মাঝে হাতে মেশিনগান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সিদ্ধার্থকে। তিনি ছাড়াও থ্রিলার ঘরানার এই ছবিতে রয়েছেন অভিনেত্রী ঐশ্বর্য মেনন। ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে স্থাপিত নেতাজি মূর্তির সামনে ছবির ট্রেলার উন্মোচন করা হয়েছিল। জানা যাচ্ছে, নেতাজিকে ঘিরে থাকা অনেক রহস্যেরই উপর থেকে পর্দা সরবে এই ছবিতে।

https://twitter.com/actor_Nikhil/status/1670380520721776640?s=20

স্পাই এর নায়ক নিখিল সিদ্ধার্থ হিন্দি বলয়েও বেশ পরিচিতি পেয়েছেন ইতিমধ্যেই। তাঁর ‘কার্তিকেয় ২’ ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল গত বছর। ওই ছবিতে ছিলেন অনুপম খেরও। বেশ কয়েকটি বলিউড ছবিকে পেছনে ফেলে বক্স অফিসে এগিয়ে গিয়েছিল স্বল্প বাজেটের কার্তিকেয় ২। মাঝে সিদ্ধার্থের আরো একটি ছবি মুক্তি পেয়েছিল বটে। তবে সেটা প্যান ইন্ডিজ না হওয়ায় তেমন জনপ্রিয়তা পায়নি। তাই স্বাভাবিক ভাবেই স্পাই নিয়ে একটা উত্তেজনা কাজ করছে দর্শক মহলে।

এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চর্চায় একটিই ছবি ‘আদিপুরুষ’। হিন্দি, তেলুগু, তামিল সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই প্যান ইন্ডিয়া ফিল্ম। বক্স অফিসেও ভাল সাড়া পেয়েছে ছবিটি। এমতাবস্থায় স্পাই কতটা জায়গা করতে হবে দর্শক মনে তথা বক্স অফিসে সেটাই এখন দেখার অপেক্ষা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর