অভিনেত্রী দেবশ্রী রায়ের বিরুদ্ধে আইনি নোটিস শোভনের, কারণ কী? তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী দেবশ্রী রায়কে (Debashree Roy) আইনি নোটিস (Legal Notice) পাঠালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। অভিনেত্রীর করা ফেসবুক পোস্টে চক্রান্তের গন্ধ পেয়ে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ। সমাজমাধ্যমে কেন তার সঙ্গে এখনও অভিনেত্রী দেবশ্রীর ছবি দেখা যাচ্ছে? এই ইস্যু নিয়েই দেবশ্রীর বিরুদ্ধে ‘পরিকল্পিত চক্রান্তের’ অভিযোগ শোভনের।

জানা গিয়েছে, দেবশ্রী রায় ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সামাজিক মাধ্যমে (Facebook) কিছু ছবি শেয়ার করেন। সেইসব শেয়ার করা ছবির জেরেই কলকাতার প্রাক্তন মেয়রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমন অভিযোগ তুলেই টলি অভিনেত্রীকে আইনি নোটিস পাঠান শোভন চট্টোপাধ্যায়।

দেবশ্রীর সেই সময়ের ছবিগুলির কয়েকটিতে দেখা যাচ্ছিল শোভনের সঙ্গে কথা বলছেন তিনি৷ কয়েকটি ছবি কোনো অনুষ্ঠানে মঞ্চে পাশাপাশি বসে থাকার। তার মধ্যে কোনওটায় দেবশ্রীর ক্যাপশান, ‘সঙ্গে শোভন’, কোনওটায় আবার ‘মেয়রের সঙ্গে৷’ সমাজমাধ্যমে পোস্ট করা এই সব ছবি নিয়েই আপত্তি তুলেছেন শোভন চট্টোপাধ্যায়৷ যদিও শোভনের নোটিসের গুরুত্বই দিলেন না দেবশ্রী।

picture

এই প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শোভনবাবু বলেন, “কিছুদিন আগে দেবশ্রী রায় দুটি প্রোফাইল থেকে কয়েকটি ফেসবুক পোস্ট করা হয়। যা আমার দৃষ্টি আকর্ষণ করে। আমার ছবি দিয়ে, আমার অজ্ঞাতে, আমার অনুমতি ছাড়া, আমার পারিবারিক অনুষ্ঠান, আমার অফিসিয়াল জায়গা ব্যবহার করে পোস্ট করা হয়েছে। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে আমার তৎকালীন পদকে উল্লেখ করে যা পোস্ট করা হয়েছে তা সঠিক নয়। অনেক আগে ঘটনাকে এখনের বলে দাবি করা হয়েছে। এর নেপথ্যে পরিকল্পিত চক্রান্তের গন্ধ পাচ্ছি।”

এদিন শোভন আরও বলেন, ‘দেবশ্রী রায় আমার বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। যদিও বিচারক সেই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। আবার আমি এর জন্য দেবশ্রী রায়কে নির্দিষ্টভাবে আইনি নোটিস পাঠিয়েছি। ভবিষ্যতে এমন চক্রান্ত করা হলে আইনিভাবে যতদূর যাওয়ার আমি কিন্তু যাব।’ প্রসঙ্গত, ২০২১ সালে একটি সভা থেকে দেবশ্রী প্রসঙ্গে অযোগ্য বলে মন্তব্য করেছিলেন শোভন। এরপরই মানহানির মামলা করেছিলেন দেবশ্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর