অবশেষে জয়! ভোটের মুখে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য, DA আবহে জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) ইস্যুতে বহুদিন থেকে থেকে তোলপাড় রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees)। তবে কোনো না কোনো কারণে এখনও আদালতে ঝুলে রয়েছে মামলা। আর এই আবহেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মঞ্জুর করল সরকার। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দফতর তরফে জানানো হয়েছে, ২০১৪ সালের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিম’-র আওতায় রাজ্যে ভোটের দায়িত্বে থাকা সমস্ত কর্মচারীরা চিকিৎসার সুবিধা পাবেন।

২০১৪ সালের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিম’-র আওতায় না থাকা ভোটের কাজে যুক্ত যে কোনো ভোটকর্মী এই সুবিধা পাবেন। এই স্কিম এর আওতায় না থাকা প্রত্যেক ‘স্টেট আর্মড পুলিশ’, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ডরা এই সুবিধা পাবেন।

পাশাপাশি ড্রাইভার, ফার্স্ট লেভেল চেকিং, ইভিএম কমিশনিং, ভোটের দিন এবং ভোটগণনার দিন কর্মরত বিইএল বা ইসিআইএল ইঞ্জিনিয়াররাও এই সুবিধার আওতায় আসবেন। ভোটকর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইতিমধ্যেই এই বিষয়ে নোটিশ প্রকাশিত হয়েছে। যা দেখে অত্যন্ত খুশি সকলে।

mamata nabanna f

আরও পড়ুন: সন্দেশখালি কেসে আদালতে নিয়োগ দুর্নীতি, দারিভিট প্রসঙ্গ! রাজ্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ED-র

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘যে কোনো অবস্থায় ভোটকর্মী অসুস্থ হলে বা কোনও দুর্ঘটনা ঘটলে অথবা আক্রান্ত হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায় কমিশন তথা সরকারকে নিতে হবে। এই দাবি ভোটকর্মীরা দীর্ঘদিন থেকে তুলে আসছে।
অবশেষে এই বিষয়ে ক্যাশলেস চিকিৎসার সুবিধার নোটিশ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর