২০১৯ এ আমরা হারালাম ভারতের যেসকল মহান ব্যক্তিকে ! প্রথম ব্যক্তিকে সবাই ভালোবাসতেন

২০১৯ সালে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ কে হারিয়ে ফেলেছি আমরা। বছরের অন্তিম লগ্ন উপস্থিত। স্মরণ করে নেওয়া যাক সেরকমই কিছু ব্যক্তিত্বকে….

images 2019 12 31T202325.925

১) সুষমা স্বরাজ – ৬ই আগস্ট প্রাক্তন বিদেশমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বিজেপি দলের সাথে যুক্ত ছিলেন।

২) অরুণ জেটলি – ২৪ শে আগস্ট প্রাক্তন অর্থমন্ত্রী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সে দু সপ্তাহ ধরে ভর্তি থাকার পর মারা যান। তিনি আমৃত্যু বিজেপি দলের সাথে যুক্ত ছিলেন।
৩) রাম জেঠমালানি – বিশিষ্ট আইজীবী ৮ই সেপ্টেম্বর মারা যান। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও ৬ বার রাজ্যসভার সদস্য ছিলেন।

images 2019 12 31T202553.879
৪) ড: মনোহর পরিক্কর – ১৭ ই মার্চ মৃত্যু হয়। তিনি ১৪ই মার্চ ২০১৭ থেকে আমৃত্যু গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন।
৫) শীলা দীক্ষিত – ২০ই জুলাই তে মারা যান। তিনি ৩ বার দিল্লির মুখ্যমন্ত্রী হন।

images 2019 12 31T202354.965
৬) নবনীতা দেবসেন- বিখ্যাত সাহিত্যিক ৭ই নভেম্বর মারা যান। তিনি সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রাক্তন স্ত্রী।

সম্পর্কিত খবর