সরকারি টাকা জনস্বার্থে খরচ করুন বিনোদনে না, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) সরকার দুর্গা পুজোতে (Durga puja) সম্মতি দেওয়ার পাশাপাশি পুজো কমিটি গুলোকে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছিল। সরকারের এই ঘোষণা করার পর থেকেই শুরু হয় জোর বিরোধিতা। এই বিতর্ক মামলার আকারে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি গড়িয়েছিল। শুক্রবার সেই মামলার রায় ঘোষণা হল।

আদালত পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে, সরকারের দেওয়া অনুদানের টাকায় কোন রকম বিনোদন মূলক কর্মকান্ড করা যাবে না। সরকারের টাকা বিনোদনের খাতে খরচ করা যায় না। এই অনুদানের টাকার ৭৫ শতাংশ মাস্ক এবং স্যানেটাইজার কেনার পেছনে খরচ করতে হবে। পুলিশের মাধ্যমে জনসংযোগমূলক কাজে বাকি টাকা খরচ করতে হবে।

Durga Puja Kolkata

পাশাপাশি আদালত আরও জানায়, বিল-ভাউচার সহ হিসেব সমস্ত হিসেব সঠিক ভাবে প্রশাসনের কাছে জমা দিতে হবে পুজো কিমিটির পক্ষ থেকে। তারপর সেই হিসেব হলফনামা আকারে পুজোর পর রাজ্য সরকারের দায়িত্ব থাকবে আদালতের কাছে পেশ করবার।

সমস্ত প্রক্রিয়া যদি কেউ বুঝতে না পারেন, তাঁর জন্যও রয়েছে আরো ভালো ব্যবস্থা। সকলের বোঝার সুবিধার জন্য আদালতের রায় দেওয়া সমস্ত পয়েন্ট গুল লিফলেটের আকারে ছাপিয়ে পুজো কমিটি গুলোর হাতে তুলে দেওয়া হবে। এই কাজের দায়িত্ব থাকছে পুলিশের উপর। যাতে পুজো শেষে সম্পূর্ণ হিসেব দিতে কোন পুজো কমিটির সমস্যা না হয়।

অর্থাৎ, সরকাররে দেওয়া অর্থ কোন রকম বিনোদন মূলক কাজে খরচ করা যাবে না। সমস্তটাই জনসেবা মূলক কাজে লাগাতে হবে। পাশাপাশি সমস্ত হিসেব দিতে হবে আদালতকেও। সরকারের টাকা বিনোদনের জন্য নয়, তা পরিস্কার করে বুঝিয়ে দিয়েছে আদালাত।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর