বাংলার জন‍্য কিছু করার তাগিদই নেই, ‘কৈফিয়ত’ দিয়ে বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: জল্পনাই সত‍্যি হল। বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকা টলিউড অভিনেত্রী আচমকাই একুশের বিধানসভা নির্বাচনের আগে স্রোতে গা ভাসিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটে প্রার্থীও হয়েছিলেন। যদিও জিততে পারেননি। তারপর থেকেই আর পার্টির ধারেকাছে ঘেঁষতে দেখা যায়নি তাঁকে।

অবশেষে বৃহস্পতিবার টুইট করে দল ছাড়ার কথা ঘোষনা করলেন শ্রাবন্তী। টুইটে তিনি লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সব বন্ধন ছিন্ন করলাম, যে পার্টির জন‍্য আমি গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম। নেপথ‍্যে কারণ হল, বাংলার জন‍্য তাদের কিছু করার আগ্রহ বা তাগিদ না থাকা।’

Srabanti 1
ব‍্যক্তিগত সম্পর্কর টানাপোড়েনের মাঝেই রাজনীতিতে যোগ দেন শ্রাবন্তী। টলিউডে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। অনেক কম বয়সে পা রেখেছিলেন অভিনয়ে। একের পর সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তিনিই যখন স্রোতে গা ভাসিয়ে রাজনীতিতে যোগ দিলেন বেশ অবাক হয়েছিল মানুষ। বিজেপির টিকিটে বেহালা পশ্চিম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। দিনরাত প্রচার করেও জয়ের মুখ দেখতে পারেননি।

এ বিষয়ে আগে শ্রাবন্তীর বক্তব‍্য ছিল, তাঁর ব‍্যাকগ্রাউন্ড রাজনীতির না। তাও তাঁকে জায়গা দেওয়া হয়েছিল দলে। জিততে পারেননি, মানুষের রায়ও মেনে নিয়েছেন। তাই এখন তাঁর যেটা ‘ব্রেড অ্যান্ড বাটার’ সেই অভিনয়েই মন দিতে চান। বাংলার মানুষ অভিনেত্রী হিসেবেই দেখতে চান তাঁকে। তাই এখন আর রাজনীতি নিয়ে ভাবছেন না বলেই সংবাদ মাধ‍্যমকে জানিয়েছিলে অভিনেত্রী।

এরপর নিজের জন্মদিনে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাঠানো চিঠির ছবি শেয়ার করেন শ্রাবন্তী। মুখ‍্যমন্ত্রীর চিঠিটির ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি সম্মানিত হলাম। এটা আমার জন্মদিনের সেরা উপহার।। ধন‍্যবাদ দিদি।’ প্রতি বছরই নাকি অভিনেত্রীকে চিঠি দেন মুখ‍্যমন্ত্রী। তখন যে জল্পনাটা উঠেছিল, এখন শ্রাবন্তী বিজেপি ছাড়ায় আবারো উঠছে সেই গুঞ্জন, এবার কি তৃণমূলের দিকে ঘেঁষবেন অভিনেত্রী। উত্তর এখনো অজানা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর