‘আশীর্বাদেই খুশি, প্রচার চাই না’, অসহায়দের পাশে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: করোনার জেরে এখন প্রতিমুহূর্তে আতঙ্কের প্রহর গুনছে বিশ্ববাসী। প্রথম বিশ্বের দেশগুলিতে এখন শুধু মৃত‍্যুর সাইরেন। ভারতের অবস্থা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও আক্রান্তের সংখ‍্যা পার করেছে পাঁচ হাজারের গন্ডি। এই পরিস্থিতিতে লকডাউন মেনে সকলেই রয়েছেন বাড়িতে। ঘরে আটকা পড়েছেন তারকারাও। শুটিং বন্ধ থাকায় হাতে এখন অঢেল সময়। তাই এই সময়টা বেশ গঠনমূলক কাজে লাগাচ্ছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জি। তিনি বলেন, “জীবন একটাই, সেটা দুঃখ আক্ষপ করে শেষ করলে চলবে না। তাই আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি।”
সোশ‍্যাল মিডিয়ায় এখন প্রায় দিনই নানা ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। বিনোদনের মাধ‍্যমেই সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করছেন তিনি। শ্রাবন্তী জানান, বাড়িতে স্বামী, ছেলে, দিদি, জামাইবাবুর সঙ্গে দিব‍্যি সময় কেটে যাচ্ছে। একসঙ্গে রান্নাবান্না, সিনেমা দেখা, ঘর পরিষ্কার করে সময় কাটে। সেইসঙ্গে প্রতিদিন খবর দেখা, সুখবরের আশায়।

Srabanti Chatterjee 1280x720 1
শ্রাবন্তী আরও জানান বাড়ির সব কাজে স্বামী রোশনও প্রচুর সাহায‍্য করছেন তাঁকে। মাস্ক পরে বাইরে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেওয়ার দায়িত্ব তাঁরই। এখন অফুরন্ত সময়, তাই নেট দেখে নিত‍্যনতুন রান্না করছেন অভিনেত্রী। সেই সঙ্গে শ্রাবন্তী এও জানান অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি ও রোশন। তাঁর কথায়, “আমি আমার মতো চেষ্টা করছি যতটুকু করা যায়। রোশান সমস্ত বাজার করল। কলকাতা পুলিসের সাহায‍্য নিয়ে আমরা সকলকে চিকেন ভাত খাওয়ালাম। একজন বুড়ো মানুষ আশীর্বাদ করলেন। এসব ছবি কোথাও পোস্ট করিনি। আশীর্বাদ টুকুই আমার প্রাপ‍্য, প্রচার চাই না।”
প্রসঙ্গত, লকডাউনের আগে কাবেরীর অন্তর্ধান ছবিতে অভিনয় করছিলেন শ্রাবন্তী তাঁর বিপরীতে রয়েছেন প্রসেনজিৎ চ‍্যাটার্জি। এছাড়াও আরও বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর