এক লাইন হিন্দি বলতে গিয়ে অবস্থা খারাপ, জাহ্নবীকে সবার সামনে ঠাট্টা শ্রীদেবীর

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (bollywood) নবাগতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন জাহ্নবী কাপুর (janhvi)। ২০১৮ সালে প্রথম ছবি ‘ধড়ক’ এর মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তারপর একের পর এক ছবি উপহার দিয়ে গিয়েছেন অনুরাগীদের। সিনেপ্রেমীরাও তাঁর অভিনয় দক্ষতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।
তবে অভিনয়ে পারদর্শী হলেও একসময়ে হিন্দিতে রীতিমতো হোঁচট খেতেন শ্রীদেবী কন‍্যা। এক লাইন বলতে গেলেও আটকে যেত কথা। ইংরেজিতেই বেশি সড়গড় ছিলেন জাহ্নবী। এই নিয়ে মা শ্রীদেবীও ঠাট্টা করতে ছাড়তেন না মেয়েকে। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ‍্যে এসেছে যেখানে দেখা গিয়েছে হিন্দি বলতে না পারায় জাহ্নবীকে নিয়ে ঠাট্টা করছেন শ্রীদেবী।

sridevi janhvi 1
তখনও বলিউডে প্রবেশ করেননি জাহ্নবী। এক সাংবাদিক সম্মেলনে মেয়েকে সঙ্গে করে নিয়ে যান শ্রীদেবী। যথারীতি জাহ্নবীকেও প্রশ্ন করেন সাংবাদিকরা। ইংরেজিতেই উত্তর দিতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞাসা করলেন হিন্দিতে উত্তর দিতে হবে কিনা। কিন্তু হিন্দিতে বলতে শুরু করে বারে বারে হোঁচট খান তিনি। বোঝাই যায় হিন্দিতে একেবারেই পোক্ত নন জাহ্নবী।
অবশেষে মেয়েকে উদ্ধার করতে আসেন শ্রীদেবী। তবে ঠাট্টার সুরে জাহ্নবীর হিন্দি নিয়ে ব‍্যঙ্গ করতেও ছাড়েন না তিনি। পুরনো এই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। মা মেয়ের খুনসুটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। তবে একাংশ জাহ্নবীর হিন্দি না জানার বিষয়টা নিয়েও ব‍্যঙ্গ করেছে।

https://www.instagram.com/p/CBGo1Suh-WO/?igshid=n3slgf0ta6xg

প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে, শ্রীদেবীর বাড়িতে পাওয়া গিয়েছে করোনা। বনি কাপুরের বাড়ির পরিচারক চরণ সাউয়ের দেহে মিলেছে মারণ ভাইরাস। তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অপরদিকে বনি কাপুর সহ তাঁর দুই মেয়ে খুশি ও জাহ্নবী তিনজনেই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
জানা গিয়েছে, ১৬ মে থেকে হঠাৎ করেই শরীর অসুস্থ হতে শুরু করে ২৩ বছর বয়সী চরণেল। বনি কাপুরদের সঙ্গে আন্ধেরির, গ্রিন একর, লোখন্ডওয়ালা কমপ্লেক্সেই থাকতেন তিনি। অসুস্থ হতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে পরীক্ষার পর তাঁর লালারসে পাওয়া যায় কোভিড ১৯। সঙ্গে সঙ্গে বিএমসিকে খবর দেওয়া হলে তাঁকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়। শুরু হয়েছে তাঁর চিকিৎসা।
তবে বনি জানিয়েছেন তিনি, খুশি, জাহ্নবী সহ বাড়ির অন‍্যান‍্য সদস‍্যরা সকলেই সুস্থ রয়েছেন। তা সত্ত্বেও তাঁরা নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দি করে রেখেছেন। লকডাউন ঘোষনার পর থেকে বনি বা তাঁর দুই মেয়েও বাড়ির বাইরে বেরোননি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর