চারপেয়ে বাচ্চাদের জন‍্য ফান্ড, পুজোর আগে আলমারি খালি করে জামাকাপড় নিলামে তুলছেন শ্রীলেখা!

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগে নতুন জামাকাপড়ে আলমারি বোঝাই। তাই আলমারি খালি করার ধুম পড়েছে। শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra) একই কাজে ব‍্যস্ত। তবে নতুন জামা রাখার জন‍্য কিন্তু আলমারি খালি করছেন না তিনি। বরং নিজের পোশাক আশাক নিলামে তুলছেন শ্রীলেখা। চারপেয়ে বাচ্চাদের জন‍্য ফান্ড তোলার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।

দুটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, আলমারি অর্ধেক খালি। খাটের উপরে ভাঁজ করে রাখা জামা কাপড়। দ্বিতীয় ছবিতে সেই জামা কাপড়ের স্তূপের সামনে দাঁড়িয়ে পাউট করে সেলফি তুলেছেন শ্রীলেখা। লিখেছেন, ‘অনেক ভেবে দেখলাম এত জামাকাপড় আমার আর প্রয়োজন নেই। কিছু কিছু নিলামে তুলব, কেমন হবে?’

Sreelekha mitra

তিনি আরো লিখেছেন, ‘একবার পরা একবারও না পরা অনেক ড্রেস, শাড়ি আছে। যে টাকাটা উঠবে (যদি ওঠে) সেটা দিয়ে চারপেয়ে বাচ্চাগুলোর জন‍্য একটা ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কী? জানিও।’ একজন লিখেছেন, ‘ভালো উদ্যোগ। তবে প্রচুর মানুষ এই জামা কাপড় হাতে পেলে হয়তো স্বর্গ পেতো। এদিকটাও ভেবে দেখার অনুরোধ রইলো।’ উত্তরে শ্রীলেখা জানিয়েছেন, সেটাও আলাদা করে রাখা আছে। অভিনেত্রীর এই উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটনাগরিকরা।

পশুপ্রেমী হিসাবে বিশেষ পরিচিতি আছে শ্রীলেখার। তিনি নিজে ‘ডগ মাদার’। বাড়িতে একাধিক চারপেয়ে সন্তান রয়েছে। পাশাপাশি আবাসনের বাইরে পথকুকুরদেরও দেখভাল করেন শ্রীলেখা। পশুপ্রেমের জন‍্য একাধিক বার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তুমুল কটুক্তি শুনেছেন, হয়েছে থানা পুলিস। কিন্তু শ্রীলেখা দমেননি।

মানুষের তো প্রতিবাদ করার, ভালো মন্দ বোঝানোয ক্ষমতা আছে। পথপশুদের যদি মানুষই একটু দেখভাল না করে তাহলে কে করবে? সারমেয় সন্তানদের নিয়ে ছবি শেয়ার করেও কুৎসিত কটাক্ষের সম্মুখীন হয়েছেন শ্রীলেখা। কখনো পালটা উচিত জবাব দিয়েছেন। কখনো আবার মৌনব্রত অবলম্বন করাই শ্রেয় মনে করেছেন শ্রীলেখা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর