শরীরের কোথায় হাত দিচ্ছে পোষ‍্য! কুৎসিত সমালোচনা দেখে শ্রীলেখা বললেন, মানুষের থেকে কুকুররাই ভাল

বাংলাহান্ট ডেস্ক: শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) পশুপ্রেমী। শুধু এটুকু বললে বোধ হয় ঠিক ভাবে বোঝানো হয় তাঁর পশুপ্রেমটা। নিজের বাড়িতে একাধিক পোষ‍্য, যাদের শ্রীলেখা নিজের ছেলেমেয়েদের মতো দেখেন। পাশাপাশি পথপশুদের প্রতিও তিনি একই রকম যত্নশীল। কোথাও কোনো পোষ‍্যের উপরে অত‍্যাচার হচ্ছে জানতে পারলেই ছুটে যান অভিনেত্রী। যাদের সম্ভব নিজের বাড়িতে নিয়ে আসেন।

শ্রীলেখার কথায়, পুরুষ (পড়ুন মানুষ) এর থেকে থেকে সারমেয়রা তাঁর কাছে বেশি আপন। খুব জোরের সঙ্গেই একথা বলেছেন অভিনেত্রী। সঙ্গে তাঁর আদরের পোষ‍্য, আদর মিত্র। তিনিও দিব‍্যি শ্রীলেখার হাত ধরে সটান ক‍্যামেরার দিক তাকিয়ে ঝকঝকে হাসি উপহার দিয়েছেন।

FB IMG 1654955123617
শ্রীলেখা স্পষ্ট করেছেন, তাঁর এই পোস্ট নিয়ে কারোর যদি কোনো আপত্তি থাকে তাতে তাঁর কিছুই যায় আসে না। কিন্তু আদৌ কি তাতে থেমেছেন নিন্দুকরা? অনেকেরই চোখ আটকেছে শ্রীলেখার দ্বিতীয় ছবিতে। সারমেয়র হাত অভিনেত্রীর শরীরের কোথায় স্পর্শ করছে তা নিয়েও চলেছে কুৎসিত আলোচনা।

কেউ রসিক মেজাজে বলছেন, পরজন্মে কুকুর হয়ে জন্মাবেন। তাহলে শ্রীলেখার কোলে উঠতে পারবেন। আবার কেউ বলছেন, সারমেয়টি সত‍্যিই খুব ভাগ‍্যবান। অনেকে নারীবাদী বলেও কটাক্ষ করেছেন শ্রীলেখাকে। কমেন্টগুলি নজর এড়ায়নি অভিনেত্রীর।

IMG 20220611 192021
তিনি স্পষ্ট করেছেন এখানে ‘মেন’ বলতে তিনি শুধু পুরুষ নয়, মানুষ বোঝাতে চেয়েছেন। কারণ সোশ‍্যাল মিডিয়ায় শুধু তো পুরুষদের থেকে কটুক্তি শোনেন না তিনি। অনেক মহিলাও তাঁর সমালোচনা করেন। এমনকি এই ছবিটি নিয়েও নো‌ংরামি শুরু করেছেন অনেকে। তাই তাঁর মতে, মানুষের থেকে পোষ‍্যরা অনেক গুণে ভাল।

প্রসঙ্গত, সম্প্রতি নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ‍্যালে (New York Indian Film Festival) সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন শ্রীলেখা। ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক‍্যালকাটা’ ছবির জন‍্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। আপাতত আগামী ছবির কাজে ব‍্যস্ত রয়েছেন শ্রীলেখা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর