প্রকৃতির সঙ্গে ফাজলামি! আরো গাও এসো হে বৈশাখ, গরম-যন্ত্রণার মধ্যেই খোঁচা শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: সমস্ত বঙ্গবাসীর মুখে এখন একটাই প্রশ্ন আসছে ঘুরেফিরে, বৃষ্টির দেখা কবে পাওয়া যাবে? এপ্রিলের শুরু থেকেই তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। এখনো মে-জুন। এর মধ্যেই আবহাওয়াবিদরা বলছেন, বিগত সাত বছরের মধ্যে এবারে রেকর্ড গড়েছে গরম। প্রকৃতির এই রুদ্ররূপের জন্য দায়ী কারা? স্পষ্ট কথায় উত্তর দিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

মার্চ মাসটা আরামদায়ক ভাবে কাটলেও এপ্রিলের শুরু থেকেই বীভৎস গরমে গলদঘর্ম অবস্থা সকলের। বেশ কিছু জেলায় তাপমাত্রা ছুঁয়েছে ৪৩-৪৪ ডিগ্রি। বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যেই কটাক্ষের বাণ ছুড়লেন শ্রীলেখা।

sreelekha mitra 3

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন, ‘গরম গরম বলে এখন কমপ্লেন করলে তো হবে না একটা ফ্ল্যাট থাকা সত্ত্বেও আরো তিন চারটে ফ্ল্যাট করো ইনভেস্টমেন্ট বাড়াও। আরো গাছ কাটো। প্রকৃতির সাথে ফাজলামি করলে প্রকৃতি ছেড়ে দেবে? এবার নাও এসো হে বৈশাখ এসো এসো গান গাও আর ভোগো’।

নির্বিচারে সবুজ ধ্বংস, যেখানে সেখানে গজিয়ে ওঠা ফ্ল্যাটবাড়ির দৌরাত্ম্য আর শীততাপনিয়ন্ত্রণ যন্ত্রের দাপটে গরম দিন দিন বাড়ছে বলে মত আবহাওয়াবিদদের। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আগামী বছরগুলোতে তাপমাত্রা আরো বাড়বে বই কমবে না। তাই বৃক্ষরোপণে জোর দিচ্ছেন আবহাওয়াবিদ এবং পরিবেশ সচেতনরা। প্রশাসনের তরফেও বৃক্ষরোপণে নজর দেওয়া হচ্ছে।

বরাবর পশুপ্রেমী এবং প্রকৃতিপ্রেমী বলে পরিচিতি রয়েছে শ্রীলেখার। প্রকৃতির উপরে যথেচ্ছ জোরজুলুমের ফল এখন পাচ্ছে মানুষ। তাই মুখ বুজে থাকতে পারেননি অভিনেত্রী! সময় থাকতেই নিজের ভালটা বোঝার পরামর্শ দিয়েছেন শ্রীলেখা। নয়তো কার্যত নিজের পায়ে নিজেই কুড়ুল মারার মতো অবস্থা হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর