তিন খানের খরচ সামলে, বায়নাক্কা সামলে সিনেমাই হবে না! সলমন-আমিরের সঙ্গে কাজের প্রসঙ্গে বক্তব‍্য শাহরুখের

   

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের তিন প্রাক্তন সুপারস্টার শাহরুখ খান (Shahrukh Khan), সলমন খান (Salman Khan) এবং আমির খান (Aamir Khan)। প্রাক্তন কারণ, বলিউডের বর্তমান পরিস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তিন খানের মধ‍্যে কেউই সম্ভবত অদূর ভবিষ‍্যতে সুপারস্টার তকমা ধরে রাখতে পারবেন না। আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ ইতিমধ‍্যেই ফ্লপ হয়েছে। নেটপাড়ার বয়কট সংষ্কৃতির চাপে শাহরুখ খানের আসন্ন ‘পাঠান’ও খাদের ধারে দাঁড়িয়ে রয়েছে ..।

তিন খান সুপারস্টারকে নিয়ে নেটিজেনরা কার্যত দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। তবে একথা স্বীকার করতেই হবে, খান জমানা শেষ হলে একটা যুগের পরিসমাপ্তি ঘটবে বলিউডে। আগামীতে ‘সুপারস্টার’ তকমাটার আদৌ কোনো অর্থ থাকবে কিনা হিন্দি ইন্ডাস্ট্রিতে তাও বলা সম্ভব নয়।

Shahrukh Khan sad 1
শাহরুখ, সলমন এবং আমির নব্বই দশকের গোড়ার দিকে একসঙ্গে কাজ শুরু করেছিলেন তিনজনে। কিন্তু অদ্ভূত ভাবে তাঁরা একে অপরের সঙ্গে কাজ করলেও, এখনো পর্যন্ত কোনো ছবিতে তিন অভিনেতাকে একসঙ্গে দেখা যায়নি। একাধিক বার গুঞ্জন শোনা গিয়েছে যে, অবশেষে কোনো একটি ছবিতে তিন খানকেই একসঙ্গে দেখা যাবে। কিন্তু কোনো না কোনো কারণে সেটা কখনোই সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল একবার। ২০১৩ সালে এমনি এক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। উত্তরে শাহরুখোচিত কৌতুকে তিনি উত্তর দিয়েছিলেন, “আমাদের খরচ তুলতে পারলে দিন ছবির প্রস্তাব।” তিনি আরো বলেন, যদি কোনো পরিচালক প্রযোজক এমন একটি ছবির প্রস্তাব নিয়ে আসেন, তিনজন অভিনেতারই খরচ তুলতে পারেন আর তিনজনকে সহ‍্যও করতে পারেন তাহলেই ছবিটা হতে পারে।

তিন খানকে ‘সহ‍্য’ করা যে খুব একটা সহজ নয় সেটাও জানিয়ে দিয়েছিলেন শাহরুখ। মজা করে তিনি বলেছিলেন, তিনজনের মধ‍্যে একজন দশ মিনিট পরে কথার উত্তর দেয়। একজন সেটে এসে পৌঁছানোর আগেই আরেকজন বাড়ি চলে যাবে। আর তৃতীয়জন রাতে জেগে থাকে বলে রাতেই শুটিং করতে চাইবে। এত বায়নাক্কা সামলে শুটিং করা কি চাট্টিখানি কথা নাকি?

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর