কাকে টাকা দিয়েছেন? কত দিয়েছেন? এবার সামনে আরও বড় কোনো নাম? SSC মামলায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি মামলায় (SSC Recruitment Scam) এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। ‘অযোগ্য’ শিক্ষকদের এবার তলব করতে শুরু করল এজেন্সি। ‘মেধা তালিকায় নাম নেই’, ‘পরীক্ষায় বসেন নি’, ‘কোথাও নাম নেই, কীভাবে চাকরি পেলেন?’, ‘কাকে টাকা দিলেন?’, এবার এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ‘অযোগ্য’দের তলব গোয়েন্দাদের।

সূত্রের খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ এদিকে সিবিআই এর দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছে ‘অযোগ্য’দের।
জানা যাচ্ছে, তালিকা ধরে নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে। অযোগ্যদের মোট ৬টি তালিকা সিবিআইয়ের কাছে রয়েছে। সবকটি তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। একেই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টেও মুখ পুড়েছে রাজ্যের। তারই মাঝে এবার সিবিআই এর পদক্ষেপে নতুন করে শাসকদলের বিড়ম্বনা বাড়তে চলেছে এমনটাই মনে করা হচ্ছে।

সিবিআই সূত্রে খবর, উত্তরপত্র (ওএমআর শিট) যাচাইকারী সংস্থা নাইসা থেকে তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআরে ম্যানুপুলেশন হয়েছে সেই সবের পূর্ণ তালিকা রয়েছে। সেই তালিকা থেকেই এবার ‘অযোগ্য’দের জেরা করতে শুরু করল কেন্দ্রীয় এজেন্সি।

Central Bureau of Investigation CBI

আরও পড়ুন: ঘিরে ধরলেন দলীয় কর্মীরাই! প্রচারে ‘গো ব্যাক’ স্লোগান শুনে মেজাজ হারালেন তৃণমূলের প্রসূন, তারপর…

গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি যায় ২৫৭৫৩ জনের। যদিও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। যোগ্য-অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল রাখলেও হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের খুঁজতে CBI তদন্তের নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করে নি সর্বোচ্চ আদালত। সেই ইস্যুতেই এদিন অ্যাকশনে সিবিআই। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু নেতা। তাহলে কী এবার এই ‘অযোগ্য’দের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো বড় নাম সামনে আসতে চলেছে?


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর