১৫, ২০ নয় … অর্পিতার বাথরুম থেকেও উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! পরিমাণটা চমকে দেওয়ার মতন

বাংলাহান্ট ডেস্ক : বেলঘরিয়ার কাছে হেরে গেল টালিগঞ্জ। না! কোন ফুটবল ম্যাচ বা ভোট গণনার ফল নয়। আমরা কথা বলছি এসএসসি কাণ্ডে জড়িত ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার হিসেবের।

গত ২২ শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের আবাসন থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি টাকা সহ লক্ষ লক্ষ টাকার সোনার গহনা। এবার সেই অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে ইডি আধিকারিকেরা উদ্ধার করলেন ২৯ কোটি ৯০ লক্ষ টাকা। এর সাথে মিলেছে প্রায় ৫ কেজি সোনা।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর, শুধু ঘরের আলমারি থেকে নয়, বিশাল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, অর্পিতার ফ্ল্যাটের বাথরুম থেকেও। নগদ টাকা গুলি মোড়া ছিল প্লাস্টিকে। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ১৮ ঘন্টা তল্লাশি চালানোর পর ৪.৩১ কোটি টাকার সোনার গয়না, ৫ কেজি সোনার বার, প্রচুর দলিলও উদ্ধার করেছে আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে ১০ টি ট্রাঙ্ক ভর্তি করে উদ্ধারকৃত টাকা, গয়না নিয়ে যান ইডি আধিকারিকেরা। সূত্র মারফত খবর, উদ্ধার করা সব টাকাগুলি ২০০০ ও ৫০০ টাকার নোটের। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাবটাউনের ব্লক ২- এর ফ্ল্যাটটি ইতিমধ্যেই সিল করে দিয়েছে ইডি।

প্রসঙ্গত গতকাল সকালে তদন্তের জন্য এসএসসি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে যায় ইডি। সেনাবাহিনীকে সাথে নিয়ে তালা বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন গোয়েন্দারা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা ফ্ল্যাট চত্বরকে। এরপর শুরু হয় তল্লাশি।

বিশ্বস্ত সূত্রের খবর একটি চমকপ্রদ তথ্য ইডি আধিকারিকদের দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তাকে “মিনি ব্যাঙ্ক” হিসাবে ব্যবহার করত। তার ফ্ল্যাটের একটি ঘর নির্দিষ্ট ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। সেই ঘরে শুধুমাত্র মন্ত্রী ও তার বিশেষ লোকেদেরই প্রবেশের অনুমতি ছিল। সূত্রের খবর ইডি আধিকারিকদের অর্পিতা এও বলেছেন যে, সপ্তাহে একবার বা ১০ দিনে অন্তত একবার পার্থ চট্টোপাধ্যায় তার ফ্ল্যাটে আসতেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর