গ্রাম থেকে শহর, প্রতিটি ঘরেই রয়েছে চাহিদা! LED বাল্বের ব্যবসা শুরু করে হয়ে যান মালামাল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে এমন অনেক ব্যবসায়িক (Business) উপায় রয়েছে যেখানে খুব অল্প টাকা বিনিয়োগ করে ভালো আয় করা সম্ভব। সরকারও এই সমস্ত ব্যবসা নিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছে এখন। এর পাশাপাশি, সরকার স্টার্টআপগুলির অগ্রগতির জন্য ইতিমধ্যেই অনেকগুলি প্রকল্পও চালু করেছে। সহজেই যেগুলির সুবিধা নেওয়া যেতে পারে।

তবে, যেকোনো ব্যবসা শুরু করার আগে বাজারে তার চাহিদা কেমন রয়েছে সেই বিষয়ে ভালোভাবে অনুসন্ধান করা উচিত। আজকে আমরা এমন একটি ব্যবসার প্রসঙ্গ আপনাদের জানাতে চলেছি যার চাহিদা গ্রাম হোক কিংবা শহর, প্রতিটি বাড়িতেই রয়েছে। বর্তমান প্রতিবেদনে LED বাল্ব সম্পর্কিত ব্যবসার বিস্তারিত বিবরণ তুলে ধরা হল।

   

LED বাল্বের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বাল্বগুলি যেমন দীর্ঘসময় ধরে জ্বলতে পারে ঠিক তেমনি বিদ্যুতের বিলও অনেকটাই কমিয়ে দেয়। একটি LED বাল্বের আয়ু সাধারণত ৫০,০০০ ঘন্টা বা তার বেশি হয়, যেখানে CFL বাল্ব জ্বলতে পারে শুধুমাত্র ৮,০০০ ঘন্টা পর্যন্ত। LED কে Light Emitting Diode বলা হয়। এতে CFL বাল্বের মতো পারদ থাকে না। তবে সীসা এবং নিকেলের মতো উপাদান থাকে।

আরও পড়ুন: জুটতনা খাবার, পায়ে ছিলনা চপ্পলও! অথচ আজ লাখ লাখ টাকার ব্যবসা করছেন এই যুবক

খুব অল্প বিনিয়োগের মাধ্যমে যে কেউই খুব সহজে LED বাল্বের ব্যবসা শুরু করতে পারেন। সরকারের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের অধীনে, অনেক প্রতিষ্ঠান LED বাল্ব তৈরির প্রশিক্ষণ প্রদান করে। পাশাপাশি, এখন সর্বত্র স্ব-রোজগার কর্মসূচির আওতায় LED বাল্ব তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও, LED বাল্ব প্রস্তুতকারী সংস্থাগুলিও প্রশিক্ষণ দিয়ে থাকে। ইচ্ছুক ব্যক্তিরা সরাসরি তাদের সাথেও যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: ভুলে যান চাকরির চিন্তা! এই ফুলগুলির চাষ শুরু করলেই হয়ে যাবেন মালামাল

LED বাল্ব তৈরির প্রশিক্ষণের সময় আপনাকে এই বাল্ব সম্পর্কে প্রাথমিক জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি, বিভিন্ন যান্ত্রিক বিষয় যেমন পিসিবি, LED ড্রাইভার, ফিটিং-টেস্টিং ইত্যাদি সম্পর্কেও জানানো হয়। এছাড়াও, সামগ্রী ক্রয়, বিপণন, সরকারী ভর্তুকি প্রকল্প এবং এই ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়।

Start a business of LED bulbs and become profitable

আপনি যদি এই ব্যবসা প্রথমে একটি ছোট পরিসরে শুরু করতে চান সেক্ষেত্রে এটি মাত্র ৫০,০০০ টাকা দিয়ে শুরু করা যেতে পারে। এই কাজের জন্য আগ্রহীরা ঘরে বসেও এটি শুরু করতে পারেন। পরিসংখ্যানের ভিত্তিতে একটি LED বাল্ব তৈরি করতে প্রায় ৫০ টাকা খরচ হয় এবং এটি বাজারে সহজেই ১০০ টাকায় বিক্রি হয়। অর্থাৎ এক বাল্বে দ্বিগুণ লাভ! এমনকি আপনি যদি একদিনে ১০০ টি বাল্ব তৈরি করেন, তাহলে আপনার পকেটে সরাসরি ৫,০০০ টাকা আসবে। এমতাবস্থায়, প্রতি মাসে খুব সহজেই এই ব্যবসার মাধ্যমে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর