পূজোর ছুটি শেষে আবার অতিরিক্ত ছুটি ঘোষণা রাজ্য সরকারের

 

বাংলা হান্ট ডেস্ক ঃ সারা অক্টোবর মাস ধরেই একটা ছুটির আবহাওয়া চলছে। একদিকে ব্যাংক অন্যদিকে বিদ্যালয় অন্যদিকে সরকারি দপ্তর গুলোর মধ্যেই। কারণ দুর্গাপুজো কালীপুজো এবার এক মাসে পড়েছে এবার তার সাথে যুক্ত হচ্ছে ছট পূজার ছুটি। এতদিনেও দেখা গেছে বর্তমান সরকার ছুটির ক্ষেত্রে তাদের দরাজ মন।

আজ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪ নভেম্বর রাজ্যে ছুটি থাকবে৷ কেননা, এবার ছট পুজো ৩ নভেম্বর পড়েছে৷ ওই দিন রবিবার, ছুটি৷ ফলে, বাড়তি ছুটি হিসাবে সোমবার অর্থাৎ ৪ নভেম্বর ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর।

mamata 20170916132416
সামনে আমাদের কালী পুজো রয়েছে, দীপাবলি রয়েছে৷ ছট পুজোর রয়েছে৷ ছট পুজো ও কালীপুজো যেহেতু রবিবার পড়েছে, একটা অ্যাডিশনাল হলিডে দেওয়া আছে ভাই ফোটার সাথে৷ যেহেতু কালী পুজা রবিবার পড়েছে৷ ম্যাক্সিমাম ছুটির দিনগুলি রবিবার পড়েছে৷ দুর্গাপুজোও রবিবারের ছুটি পড়ে গেয়েছিল৷ অ্যাডজাস্ট করে আমরা সব করে দিয়েছি৷ রবিবারের দিন ছুটি পড়লে আমরা সোমবার অ্যাডিশনাল একদিন হলিডে মন্ত্রিসভায় আমরা ঠিক করলাম৷ নেক্সট ছুটির ক্যালেন্ডার আমরা প্রকাশ করব৷ আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এটা৷’’

সম্পর্কিত খবর