নিজেদের পাশ করা আইন মানতে নারাজ তৃণমূল সরকার! হাইকোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় প্রকল্পগুলির জন্য কোনো নতুন জমি অধিগ্রহণ করা হলে নতুন কেন্দ্রীয় ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী তার ক্ষতিপূরণ এবার থেকে দিতে হবে রাজ্যকেই। কলকাতা হাইকোর্টের তরফে নতুন রায়ের মাধ্যমে এমনটাই জানিয়ে দেওয়া হল রাজ্য সরকারকে। তবে সিঙ্গুর আন্দোলনের জেরে তৈরি হওয়া আইন তৃণমূল সরকার নিজেই কেন মানতে চাইছে না সেই বিষয়েও নানারকম প্রশ্ন তৈরী হচ্ছে।

যখন সিঙ্গুর নন্দীগ্রামের জমি অধিগ্রহণ করা হয়, তখন ব্রিটিশ সরকারের তৈরী করা জমি অধিগ্রহণ আইনের বিরোধিতা শুরু হয় দেশজুড়ে। সেই সময়ের ইউপিএ ২ সরকার ২০১৩ সালে নতুন আইন পাশ করে। নতুন আইনে জমিদাতাকে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে। সেই সময় এই আইন প্রণয়নের ক্ষেত্রে অন্যতম সমর্থক ছিল তৃণমূল কংগ্রেস। তাঁরা এই বিলের সমর্থনে ভোটও দেন। কিন্তু এখন নিজেরাই সেই আইন মানছেন না বলেই অভিযোগ উঠেছে।kolkata highcourt

জানা গিয়েছে, অরিন্দম দাস নামের এক আইনজীবী ইতিমধ্যেই হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন। এরপরেই অধিগ্রহণের এই আইন মেনে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে জমি অধিগ্রহণের আদেশ দেন। এমনকী এই আইনে বলা হয় যে, জমি দখলের পর যদি টাকা মেটানো না হয় তাহলেও প্রযোজ্য হবে এই আইন। সেই ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত জমি দাতার সঙ্গে কথা বলবে রাজ্য সরকার। তার জন্য ৬ মাস সময়ও দেওয়া হবে। অরিন্দম দাসের দাবী এতেই হয়তো জমি অধিগ্রহণ বা দখল সংক্রান্ত যাবতীয় যা কিছু সমস্যা তাই সহজেই মিটবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর