ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টের দুয়ারে মমতা সরকার

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে ইতিমধ্যেই নিজেদের কাজ শুরু করে দিয়েছে সিবিআই (CBI) টিম। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তদন্তের কাজ শুরুও করে দিয়েছে। কিন্তু এবার ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার।

সূত্রের খবর, তদন্ত বন্ধ করতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই নিয়ে ফের চাপানউতোর শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

tmc bjp fb 4

গত ২ রা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছিল, বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর অত্যাচার থেকে শুরু করে, তাঁদের মারধর করে ঘর বাড়ি ভাংচুর করে জ্বালিয়ে দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

এই বিষয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার তদন্তের ভার দুই দলের উপর ভাগ করে দেওয়া হয়। নিরপেক্ষ তদন্তের দাবীতে খুন, ধর্ষণ সহ একাধিক গুরুতর অভিযোগের তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের উপর। আর অন্যদিকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার জন্য সিট গঠন করা হয়।

কিন্তু বর্তমানে অভিযোগ উঠেছে, নির্দেশ পাওয়ার পর থেকে এই মামলার তদন্তের ভার সিবিআই কাঁধে তুলে নিলেও, সিটকে এখনও কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। যার কারণে আদালতের দ্বারস্থ হয়েছে মামলাকারীদের একাংশ।

এই বিষয়ে প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁর দাবী, নির্বাচনের পরবর্তীতে এরাজ্যে কোনরকম রাজনৈতিক হিংসার ঘটনাই ঘটেনি। সেই কারণে, সিবিআইয়ের কাজ বন্ধ করতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর