“ও আমার ছেলে নয়, আমি ওর মায়ের কাছে যাইনি”, সুমিত পাসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য ইস্টবেঙ্গল কোচের!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের বিতর্কে জড়ালেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)। এমনিতেই চলতি মরশুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না ইস্টবেঙ্গল ভক্ত ও কর্মকর্তারা। আজ ইস্টবেঙ্গলের ইনভেস্টের গোষ্ঠী এবং সাবেক কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক হয়েছিল সেখান থেকে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সুপার কাপের পরেই তাকে ছাঁটাই করা হতে পারে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে। এরই মধ্যে নিজের বিপত্তি নিজেই বাড়ালেন তিনি।

আজ একটি ইউ টিউব চ্যানেলে নিজে ইস্টবেঙ্গলের কোচিং করাতে গিয়ে কি কি সমস্যা ভোগ করেছেন সেই সম্পর্কে একটি দীর্ঘক্ষণের সাক্ষাৎকার দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। সেখানে ইস্টবেঙ্গল ফুটবলার সুমিত পাসির মা সম্পর্কে অত্যন্ত খারাপ এবং নিম্নমানের একটি মন্তব্য করেন তিনি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তার তীব্র সমালোচনা করছেন ইস্টবেঙ্গল ভক্তরা।

ইস্টবেঙ্গল কোচের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি যোগ্যতা না থাকা সত্ত্বেও সুমিতকে সুযোগ দিয়ে যান কারণ তিনি তাকে পছন্দ করেন। যদিও কনস্ট্যানটাইন নিজে দাবী করেছেন যে সুমিত নিজের যোগ্যতাতেই দলে জায়গা অর্জন করেছেন। কিন্তু ডুরান্ড কাপে মুম্বাই সিটি এফসের বিরুদ্ধে ম্যাচ বাদে আর কোন ম্যাচেই তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারেননি ভক্তরা।

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই সুমিতকে ইস্টবেঙ্গল কোচের পুত্র বলে ব্যাঙ্গ করে এসেছেন ইস্টবেঙ্গল ভক্তরা। আজ সেই প্রসঙ্গে উঠলে আর মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। তিনি সরাসরি জানান, “ও নিজের যোগ্যতাতেই দলে জায়গা পেতো। আমি ওর বাবা নই কারণ আমি কোনদিনও ওর মার সাথেই দেখা করিনি।” এই মন্তব্যের পর সকলেই একজন কোচ হিসেবে নিজের দলের ফুটবলার সম্পর্কে এমন মন্তব্য করা যায় কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই সাক্ষাৎকারে আরও বিশেষ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন কনস্ট্যানটাইন। তিনি জানিয়েছেন যে ব্রিটিশদের কনভেনশনাল যে ‘লংবল ফুটবল’ নীতি আছে সেটা তিনি কোনওদিনই ইস্টবেঙ্গলকে খেলানোর চেষ্টা করেননি। তবু তাকে সেই নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর