কেন ধোনি পারলেন না রিঙ্কু সিং হয়ে উঠতে? আসল কারণ ফাঁস করলেন CSK কোচ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েকদিন ধরে আইপিএলে (IPL 2023) একাধিক লাস্ট বল থ্রিলার দেখতে পাচ্ছে দর্শকরা। খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা মুহূর্তগুলো উপভোগ করছেন প্রচন্ডই। এরমধ্যে সবচেয়ে উপভোগ্য মুহূর্তটি তৈরি হয়েছিল গত রবিবার যখন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং গুজরাট টাইটান্স (GT) একে অপরের মুখোমুখি হয়েছিল। রান তারা করতে নেমে শেষ ওভারে ২৯ রান প্রয়োজন ছিল নাইট রাইডার্সের। ওভারের শেষ পাঁচটি বলে পাঁচটি ছক্কা মেরে অনামি রিঙ্কু সিং (Rinku Singh) রাতারাতি নায়ক হয়ে যান।

গত মরশুম থেকেই কেকেআর জার্সিতে অনবদ্য ফর্মে রয়েছেন এই প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গত রবিবার যে কীর্তি তিনি গড়ে গিয়েছেন তা আইপিএলের ইতিহাসে সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। তেমনই একটি মুহূর্ত বুধবার রাতে তৈরি করার সুযোগ পেয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিও (MS Dhoni)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান এবং ব্যাট হাতে স্ট্রাইকে ছিলেন মাহি।

dhoni 2023

প্রথমে দুটি ওয়াইড বল পাওয়ার পর ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলটিকে বাউন্ডারির সীমানা পার করিয়ে দেন ধোনি। অসম্ভবের পর্যায়ে চলে যাওয়া ম্যাচ প্রায় হাতের নাগালে এনে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব হয়নি চেন্নাই সুপার কিংসের পক্ষে। তিন রানের ব্যবধানে হার শিকার করতে হয়েছিল তাদের। স্নায়ুর চাপ সামলে শেষ বলে দুর্দান্ত ইয়র্কারে মহেন্দ্র সিংহ ধোনিকে রুখে দেন সন্দীপ শর্মা।

এরপর অনেক প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির সমালোচনা করেছেন। তিনি কেন আগে ব্যাট করতে নামেননি সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। হরভজন সিং জানিয়েছেন এমন পরিস্থিতিতে যদি মহেন্দ্র সিংহ ধোনি আগে ব্যাট করতে নামতেন তাহলে হয়তো শেষ ওভারে ম্যাচের ফল বদলে যেতো। কিন্তু এবার এই রহস্যের অবসান ঘটিয়েছেন সিএসকের কিউয়ি কোচ স্টিফেন ফ্লেমিং।

চেন্নাই সুপার কিংস দলের হেডস্যার ম্যাচের পরে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে হাঁটুর চোটের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে। এই চোট তার রানিং বিটুইন দা উইকেটসে প্রভাব ফেলছে। এই কারণে প্রায় প্রতিটি ম্যাচেই একদম শেষ পর্যায়ে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাচ্ছে মাহিকে। সিএসকে ভক্তরা আশা করবেন যে তাদের নায়ক যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর