কোহলিদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে না অস্ট্রেলিয়া! কারণ জানালেন স্টিভ স্মিথ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে আরম্ভ হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি (Border-Gavaskar Trophy)। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia), চার ম্যাচের এই টেস্ট সিরিজের আনন্দ উপভোগ করার জন্য উৎসুক হয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। শেষবার যখন অস্ট্রেলিয়া ভারত সফরে এসেছিল তখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ ব্যবধানে সিরিজটি জিতেছিল ভারত। কিন্তু তারপর অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট সিরিজ খেলে দুটিতেই ঐতিহাসিক জয় পেয়েছেন বিরাট কোহলিরা।

তবে সেই পরিস্থিতির থেকে এখনকার পরিস্থিতি অনেকটাই আলাদা। অস্ট্রেলিয়া টেস্ট ফরম‍্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ঘরের মাটিতে টেস্ট সিরিজ আয়োজিত হওয়ায় ফেভারিট ভারতই। অস্ট্রেলিয়া কতটা লড়াই করতে পারবে সেটা নির্ভর করবে স্টিভ স্মিথরা স্পিনের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারেন তার ওপর।

সাধারণত ভারত সফর শুরু হবার আগে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে কোনও একটি ঘরোয়া দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে থাকে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু এবার তেমন কোনও ট্যুর ম্যাচ খেলছে না অজিরা। এই নিয়ে অনেকেই আশ্চর্য হয়েছেন এবং অস্ট্রেলিয়ার এই রণনীতি নিয়ে প্রশ্নও উঠে গিয়েছে। কিন্তু এই ব্যাপারে এবার মুখ খুলেছেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

Steve Smith ২০০

শেষবার যখন অস্ট্রেলিয়া ভারত সফরে এসেছিল তখন তিনি ছিলেন অধিনায়ক। স্মিথ জানিয়েছেন, “আলাদা করে ভারতের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলে আমাদের কোন লাভ হবে না। শেষবার যখন আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম তখন আমাদের সবুজ উইকেটে ম্যাচ দেওয়া হয়েছিল এবং আসল টেস্টের সময় আমরা দেখেছিলাম স্পিন বান্ধব উইকেট। তার বদলে আমরা নেটে যেরকম পিচ বানিয়ে প্র্যাকটিস করছি তাতেই আমাদের লাভ হবে।”

অস্ট্রেলিয়া ভারতে আসার আগে সিডনিতে একটি প্রস্তুতি শিবির আয়োজন করেছে। সিডনির উইকেট অনেকটা উপমহাদেশের উইকেটের মতোই আচরণ করে। ইতিমধ্যেই প্র্যাকটিস পিচের কিছু চিত্র বাইরে এসেছে যেখানে দেখা গিয়েছে যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভারতের স্টেডিয়ামগুলির মতো রাফ-পিচ প্রস্তুত করেছে সিডনিতে। পিঠের মতে ওই পিছে নেট প্র্যাকটিস তাদের যথেষ্ট সহায়তা করবে ভারতের বিরুদ্ধে সিরিজের আগে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর