অবৈধ খনন রুখতে গিয়েছিলেন পুলিশকর্তা, ট্রাক দিয়ে পিষে দিল মাফিয়ারা!

বাংলাহান্ট ডেস্ক : মর্মান্তিক ভাবে হত্যা হলো এক পুলিশ আধিকারিকের (Police Officer)। ঘটনটি ঘটেছে হরিয়ানাতে (Haryana)। খনি মাফিয়ার হাতে খুন হলেন হরিয়ানার ডিএসপি (DSP of Haryana Murder Case) পদমর্যাদার এক পুলিশ আধিকারিক। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা দেশজুড়ে। এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ খনন। খবর পেয়েই অপরাধীদের হাতেনাতে ধরতে দৌড়ে যান ডিএসপি সুরেন্দ্র সিং (DSP Surinder Singh)। কিন্তু তার যে এই মাসুল দিতে হবে তা স্বপ্নেও ভাবেননি সুরেন্দ্র। মাফিয়াদের ধরতে গিয়ে এই পরিণতি মৃত্যু হবে তা ভুলেও ভাবেননি।

ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোই এদিন সকালে খবর পান যে আরাবল্লি পর্বতমালার কাছে পাচগাঁও এলাকায় (Haryana) অবৈধভাবে পাথর খনন করা হচ্ছে। প্রায় সঙ্গে সঙ্গে নিজের টিম নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হন। বেলা সাড়ে এগারোটার মধ্যে নিজের বাহিনী নিয়ে সেই খাদানে পৌঁছে যান তিনি।

এদিকে, খাদানে পুলিশ এসেছে বুঝতে পেরে সকলেই পড়িমরি করে পালাতে শুরু করে। সেই সময় একটি পাথর বোঝাই ডাম্পারের সামনে চলে আসেন সুরেন্দ্র সিং বিষ্ণোই। চালক সেখানে না দাঁড়িয়ে একেবারে তাঁকে চাপা দিয়েই পালিয়ে যান। আরও দুই পুলিশ আধিকারিক দু’দিকে ঝাঁপিয়ে পড়ে কোনওরকমে নিজেদের প্রাণ বাঁচান। মুহূর্তের মধ্যে গোটা খাদানে ফাঁকা করে পালিয়ে যায় খনি মাফিয়ারা।

একজন প্রত্যক্ষদর্শী জানান ডিএসপি তাঁর সরকারী গাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন। অবৈধ খনন সামগ্রী বহন করা একটি ডাম্পার চালককে ইঙ্গিত দেন থামার জন্য। কিন্তু ডাম্পার চালক না থেমে পুলিশকে তার ট্রাকের নিচে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ডিএসপিকে পিষে দেওয়া ওই ডাম্পার চালক পলাতক। অভিযুক্তদের ধরতে তল্লাসি শুরু করেছে হরিয়ানা পুলিশ।

মর্মান্তিক এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নেতৃত্বাধীন বিজেপি সরকার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর