গুজরাটে নবরাত্রি উৎসবে পাথরবাজি আরিফ-জাহিরের গ্যাংয়ের, আহত বহু! এলাকায় চাঞ্চল্য

বাংলাহান্ট ডেস্ক : নবরাত্রির অনুষ্ঠানে পাথর ছোড়ার অভিযোগ প্রকাশ্যে এল গুজরাটে (Gujarat)। এই ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিস সূত্রে জানা যাচ্ছে, আরিফ এবং জাহির নামে দুই ব্যক্তির নেতৃত্বে একদল লোক এই অশান্তি সৃষ্টি করেছে। ইচ্ছাকৃত ভাবে পাথর ছুড়েছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। আপাতত কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সোমবার রাতে গুজরাটের খেড়ার উন্ধেলা গ্রামে নবরাত্রি উদযাপনের সময় হামলা চালানো হয়। তখন চলছিল গরবা নাচের অনুষ্টান । সেখানেই চালানো হয় হামলা। ওই অনুষ্ঠানস্থলের পিছনের দিকে অ্যাপ্রোচ রোডেও চলে হামলা। ছোড়া হয় পাথর। আহত হন কমপক্ষে ছ’জন। এই পরিস্থিতিতে গ্রামে পুলিস মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দেয় পুলিস।

খেড়ার পুলিস সুপার রাজেশ গাধিয়া জানান, ‘আরিফ এবং জাহির নামে ওই দুই ব্যক্তির নেতৃত্বে একদল লোক নবরাত্রির গরবা নাচের জায়গায় ঢুকে পড়ে এবং ঝামেলা পাকাতে শুরু করে। তারপর ওরা পাথর ছুড়তে থাকে। তার জেরে ছ’জন আহত হয়েছেন। সমস্ত অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গ্রামে পুলিস মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে উপযুক্ত পদক্ষেপও।’

শুধু খেড়ায় নয়, ভদোদরাতেও ছড়িয়েছে অশান্তি। খেড়ার মতো ভদোদরাতেও পাথর ছোড়ার অভিযোগ সামনে আসছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে।

একটি মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিদ্যুতের খুঁটিতে ঝান্ডা লাগানো হয়েছিল। সেই খুঁটির কাছেই একটি মন্দির ছিল। তা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি হয়। পাথর ছোড়া হয় বলে অভিযোগ। গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সেই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ৪০ জনকে। এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর