সামনে এল চাঞ্চল্যকর খবর! দিল্লী দাঙ্গার একসপ্তাহ আগে থেকেই ট্র্যাক্টরে করে ইট আনা হয়েছিল এলাকায়

বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাজধানী দিল্লীতে (Delhi) হওয়া দাঙ্গায় (Delhi Riot) এখনো পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। শয়ে শয়ে মানুষ আহত হয়েছে আর কোটি কোটি টাকার ক্ষতিও হয়েছে। ভয় আর রক্তের এই দাঙ্গা নিয়ে ধীরে ধীরে অনেক তথ্য সামনে আসছে। শোনা যাচ্ছে যে, দাঙ্গায় তাণ্ডব করার জন্য বস্তায় বস্তায় করে পাথর নিয়ে ছাঁদে পৌঁছান হয়েছিল আর ইটভাটা থেকে ট্র্যাক্টর করে ইট নিয়ে এসে সেগুলো ভেঙে টুকড়ো টুকড়ো করা হয়েছিল। হিংসাগ্রস্ত মুস্তফাবাদ, করাবল নগর, চমন পার্ক শিব বিহার সমেত অন্য এলাকায় এক সপ্তাহ আগে থেকেই ট্র্যাক্টরে করে ইট নিয়ে আসা হচ্ছিল।

il e l 1582910226

যাঁদের বাড়ির ছাঁদে ইট রাখা হচ্ছিল, তাঁরা জানিয়েছিল যে বাড়ি তৈরির জন্য ইট কেনা হয়েছে। কিন্তু তদন্তে সামনে এসেছে যে, ওই ইট গুলো টুকড়ো টুকড়ো করে দাঙ্গায় ব্যবহার করা হয়েছিল।

মুস্তফাবাদের প্রায় প্রতিটি গলিতেই ইটের পাহাড় আছে। আর যেসব বাড়ির সামনে এই ইট পড়ে আছে, সেখানে কোন নির্মাণকার্য চলছিল না। আর হঠাৎই ইটের এই পাহাড় অর্ধেক হয়ে যায়, যেটার জবাব গলিতে থাকা মানুষদের কাছেও নেই।

ll 1582822111

এরকমই চিত্র করাবল নগরেরও। সেখানেই দাঙ্গার এক সপ্তাহ আগে থেকে ট্র্যাক্টরে করে ইট নিয়ে আসা হয়েছিল। আর তাঁদেরও যুক্তি একটাই ছিল যে, নির্মাণের জন্য ওই ইট আনা হচ্ছে। তদন্তে সামনে আসে যে ওই ইট গুলোকে ছোট ছোট টুকড়ো করে বস্তায় ভরা হয়েছিল। আর ইট ভর্তি বস্তা ছাদ থেকে উদ্ধার হওয়ার পর এটা পরিস্কার যে, ইটভাটা থেকে নির্মাণের নাম করে নিয়ে আসা ইট দিয়েই দাঙ্গা করা হয়েছিল।

আরেকদিকে পুলিশ গাজিয়াবাদের কিছু ইট মালিকের সাথে যোগাযোগ করছি। পুলিশ জানতে চাইছে যে, হিংসার এক সপ্তাহ আগে কারা কারা ইট কিনেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর