কয়েক মিনিটের সর্বনাশা ঝড়! জলপাইগুড়িতে লন্ডভন্ড কয়েকশো বাড়ি, চিত্র দেখলে শিউরে উঠবেন

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাতে কয়েক মিনিটের সর্বনাশা ঝড় (Storm)! তাতেই পাল্টে গেল একাধিক গ্রামের চিত্র। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধুপগুড়ি (Dhupguri) ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লন্ডভন্ড শতাধিক বাড়ি-ঘর। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য।

জানা গিয়েছে, ঝড়ে যেসমস্ত এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে বারোঘরিয়া মৌজা, পাককিদাহ , দক্ষিণ ডাঙ্গাপাড়া দাম বাড়ি, যাকইকোনা ভেমটিয়া, ও মধ্যবোগাড়ি এলাকার কিছু অংশ। গতকালের ঝড়ের পর এখনও রেশ কাটেনি এলাকাগুলিতে।

storm 1

ঝড়ের পর বহু ঘন্টা কেটে গেলেও এখনও এলাকা গোটা এলাকা বিদ্যুৎহীন। বাড়ির ঘরের উপরে গাছ উপড়ে পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসন তরফে কোনো সাহায্য করা হয়নি। না কোনো সরকারি আধিকারিক এলাকা পরিদর্শনে এসেছেন। ফলে বেজায় সমস্যায় গ্রামবাসীরা।

storm 1

রাতের ভয়াবহ ঝড়ের পর এদিন সকালে দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ পঞ্চায়েতকে জানানোর পরেও রজিবা খাতুন নামের ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে, হঠাৎ ঝড়ে বড়সড় ক্ষতির সম্মুখীন পাট সহ অন্যান্য ফসলের চাষীরা। মাথায় হাত বাসিন্দাদের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর