সন্ন্যাস নেওয়ার ঘোষণা করলেন মাত্র ৪ রান দিয়ে ৬ উইকেট নেওয়া ভারতীয় অলরাউন্ডার

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় অলরাউন্ডার (Indian Cricketer) স্টুয়ার্ট বিনি (Stuart Binny) সমস্ত ধরণের ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করলেন। ভারতের হয়ে ছয়টি টেস্ট, ১৪টি ওয়ানডে আর তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা বিনি দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন। বিনি নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ ২৭ আগস্ট ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন।

বিনি জানিয়েছেন, ‘আমি আপনাদের জানাতে চাইছি যে, আমি প্রথম শ্রেণি আর আন্তর্জাতিক ক্রিকেটের থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” বিনি বলে, ‘আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করার সময় আমি খুব খুশি হয়েছিলাম আর গর্বিতও ছিলাম।”

বিনির কাছে আজও ভারতের হয়ে ওয়ানডে ম্যাচে বোলিংয়ে এক বিশেষ রেকর্ড রয়েছে। বিনি বাংলাদেশের বিরুদ্ধে ২০১৪ সালে ঢাকায় ৪ রানে ৬ উইকেট নিয়েছিল। ১৯৯৩ সালে অনিল কুম্বলে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন, বিনি সেই রেকর্ড ভেঙে দেয়। বিনির নামে টেস্ট ক্রিকেটে ১৯৪ রান আর ৩ উইকেট রয়েছে।

অন্যদিকে, ওয়ানডে ম্যাচে বিনি ২৩০ রান আর ২০ উইকেট নিয়েছে। তিনটি টি-২০ ম্যাচে ৩৫ রান আর একটি উইকেট নিয়েছে বিনি। ৯৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে বিনি ৪ হাজার ৭৯৬ রান বানিয়েছিল। এছাড়াও ১৪৮টি উইকেট নিয়েছিল।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর