সচিনের প্রত্যাবর্তনের দিনে মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে গেলেন স্টুয়ার্ট বিনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন পরে মাঠে ফিরেছিলেন সচিন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস দলের বিরুদ্ধে ইন্ডিয়ান লেজেন্ডসের ম্যাচে মাঠে ফিরেছিলেন ক্রিকেট ঈশ্বর। টস জিতে ব্যাটিং নিয়ে নমন ওঝার সাথে মিলে ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু সেই ঝড় দীর্ঘস্থায়ী হয়নি। ১৫ বলে ২টি চার সহ ১৬ রান করেন তিনি।

কিন্তু এরপরেও সচিনের দল তাদের আধিপত্য বজায় রেখেছিল। সুরেশ রায়না এবং স্টুয়ার্ট বিনি নিজেদের জাত চিনিয়েছিলেন ব্যাট হাতে। রায়না গত আইপিএল নিলামে দল পাননি। কিন্তু তার সেই পুরোনো টাচ এখনও একইরকম রয়েছে। শেষপর্যন্ত তিনি ২২ বলে ৩৩ রানে করেন। কিন্তু দুঃখের ব্যাপার যে যুবরাজ সিং দাপুটে ব্যাটিং করতে পারেনি।

সচিনের মাঠে প্রত্যাবর্তনের দিন ব্যাট হাতে নজর কাড়লেন স্টুয়ার্ট বিনি। দক্ষিণ আফ্রিকা কিংবদন্তি বোলারদের ঠেঙিয়ে ৪২ বলে ৮২ রান করে ইন্ডিয়ান লিজেন্ডসকে ২০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান তোলেন। ডেথ ওভারে তাকে যোগ্য সঙ্গত দেন ইউসুফ পাঠান, ব্যাট হাতে ১৫ বলে ৩৫ রান করেন তিনি। পুরোনো স্মৃতি তাজা করে একটি দুর্দান্ত ক্যাচ নেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জন্টি রোডস।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। সেই দলের হয়ে সর্বোচ্চ ৩৮* রান করেন জন্টি রোডস। তিন উইকেট নেন ভারতীয় লেগস্পিনার রাহুল শর্মা। ২টি করে উইকেট নেন মুনাফ প্যাটেল এবং প্রজ্ঞান ওঝা। একটি উইকেট পান যুবরাজ সিং।

1662832233122

আজকের দুই দল ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের লেজেন্ড দলগুলোও রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসরে অংশ নেবে। শ্রেষ্ঠ চারটি দল ২৮ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর রায়পুরে সেমিফাইনালে মুখোমুখি হবে। এরপর পয়লা অক্টোবর আয়োজিত হবে রোড সেফটি সিরিজের ফাইনাল

ইন্ডিয়া লিজেন্ডস একাদশ: সচিন টেন্ডুলকার (অধিনায়ক), নমন ওঝা (উইকেটরক্ষক), সুরেশ রায়না, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, স্টুয়ার্ট বিনি, মনপ্রীত গনি, মুনাফ প্যাটেল, রাহুল শর্মা, প্রজ্ঞান ওঝা

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর