চূড়ান্ত সফল দিদিকে বলো! প্রকাশ্যে মন্ত্রীকে ধমক দিল সাধারণ মানুষ

বাংলা হান্ট ডেস্ক :  2019 র লোকসভা নির্বাচনে ব্যাপক বিপর্যয়ের পর জনসংযোগ বাড়াতে প্রশান্ত কিশোরের পরামর্শ অনুযায়ী শাসক শিবির দিদিকে বলো কর্মসূচি গ্রহণ করেছিল। তার পর থেকে একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল আর তাই দলের কর্মী ও বিধায়কদের সাধারণ মানুষের দলের প্রতি আস্থা বাড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যার জেরে কার্যত চাপে পড়েছিল শাসক শিবিরের কর্মী সমর্থকরা।media handler 1 1

রণনীতির প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে তাই দিদিকে বলো কর্মসূচি কিছুটা হলেও সফল হয়েছে এবং তার প্রমাণ মিলেছে বারবার। বঙ্গে আরও একবার ক্ষমতা দেখানোর জন্য এবং নির্বাচনী বৈতরণী পার করার জন্য তৃণমূল জনসাধারণের মধ্যে জনসংযোগ বাড়ানোর জোরকদমে চেষ্টা চালাচ্ছে। তাই তো তৃণমূলের জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের কাছ থেকে সুবিধা অসুবিধা এবং বিভিন্ন পরিষেবা ও প্রকল্প নিয়ে তথ্য দিতে বলা হয়েছে।

যা মোটেও ভাল চোখে নেয়নি দলের বেশির ভাগ বিধায়করা তবে এবার সেই দিদিকে বলো কর্মসূচি পালন করতে গিয়ে সাধারণ মানুষের ভর্তসনার মুখে পড়তে হলেও তৃণমূলের জনপ্রতিনিধিদের। আর তাতেই কর্মসূচি অর্ধেক সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই জায়গা ছেড়ে বাধ্য হতে হয়েছে তৃণমূল নেতাদের। আর এসবের মধ্যেই নিজেদের সফলতা দেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা।

জানা গিয়েছে রাজ্যের এক মন্ত্রী কর্মসূচি পালন করতে গেলে সাধারণ এক ব্যক্তি তাঁর কথা শুনতে অনুরোধ করেন এবং তাঁর কথা যদি না শোনা হয় সে ক্ষেত্রে দিদিকে বলো নাম্বারে যোগাযোগ করেঅভিযোগ জানাতে বাধ্য হবেন বলে জানান আর তাতেই কার্যত অস্বস্তিতে পড়েন তৃণমূলের এই মন্ত্রী। ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এক দিকে শাসক শিবিরের মন্ত্রীর ভর্ সনা হওয়াতে গুঞ্জন ছড়ালেও প্রশান্ত কিশোরের টিম এবং শীর্ষ মহল কিন্তু সাফল্যই দেখছে।

সম্পর্কিত খবর