হঠাৎ ভেঙে পড়ল ঝাড়বাতি, ভয়াবহ দুর্ঘটনার কবলে এ আর রহমানের পুত্র

বাংলা হান্ট ডেস্ক : বড়সড় দুর্ঘটনা। কপালের জোরে বেঁচে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমানের (A R Rahaman) পুত্র এ আর আমিন (A R Amin)। আউটডোরে চলছিল শুটিং। তৈরি করা হয়েছিল অস্থায়ী সেট। ক্রেনের মাধ্যমে ঝোলানো হয়েছিল অসংখ্য ঝাড়বাতি। হঠাৎ করেই ঝাড়বাতি ভেঙ্গে পড়ে মাটিতে। বরাত জোরে প্রাণ বাঁচলেন আমিন। এমনকি শরীরের কোন অংশে লাগেনি চোট। তবে মানসিক আঘাত পেয়েছেন তিনি।

নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি তুলে ধরেছেন এ আর রহমান পুত্র। একটি ছবিতে দেখা যাচ্ছে সুন্দরভাবে সাজানো আছে সেট। অন্য ছবিটিতে দেখা যাচ্ছে ভেঙে পড়েছে ঝাড়বাতি। এই পোস্টটিতে দুর্ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন আমিন।

A R Rammen

পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, ‘আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মা বাবা পরিবার এবং ভগবানকে। এত বড় দুর্ঘটনা হওয়া সত্ত্বেও আমি সুস্থ আছি। শরীরের কোথাও লাগেনি চোট’। এরপরেই ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি। লেখেন, ‘মাত্র তিন দিন আগের ঘটনা। অস্থায়ী সেটে চলছিল গানের শুটিং। আমি গোটা টিমের ওপর ভরসা রেখেছিলাম। শুটিং চলাকালীন হঠাৎ করে ভেঙে পড়ে ঝাড়বাতি। সে সময় ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিলাম আমি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। ঘটনায় আঘাত না পেলেও আমি ট্রমাতে চলে গেছিলাম। তিনদিন পর নিজেকে পরিস্থিতি থেকে বের করে আনতে পেরেছি’।

 

View this post on Instagram

 

A post shared by “A.R.Ameen” (@arrameen)

তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন বহু ভক্ত। কেউ লিখেছেন, ‘দ্রুত ট্রমা কাটিয়ে উঠুন’। আবার কেউ লিখেছেন, ‘আপনার সুস্থতা কামনা করি’। তাঁর বোন রহিমা লেখেন, ‘সবটাই ভগবানের আশীর্বাদ। এত বড় একটা দুর্ঘটনা ঘটা সত্ত্বেও সুস্থ আছে ভাই’।

উল্লেখ্য, জনপ্রিয় সংগীত শিল্পী এ আর রহমানের মোট তিন সন্তান। সবচেয়ে ছোট এ আর আমিন। ২০১৫ সালে সংগীতজগতে আত্মপ্রকাশ ঘটেছে তাঁর। তামিল ছবি ‘ও কাদাল কানমানি’- তে কন্ঠ দিয়েছেন তিনি। এরপর বলিউড ‘দিল বেচারা’ ছবিতে ‘নেভার সে গুডবাই’ গান গেয়েছেন এ আর রহমান পুত্র এ আর আমীন।

Avatar
additiya

সম্পর্কিত খবর