শাড়ি, রেস্তোরাঁর পর নিজের হাতে ডিজাইন করা সোনার গয়না, দশভূজার মতো ব‍্যবসা সামলাচ্ছেন সুদীপা

বাংলাহান্ট ডেস্ক: তড়তড় করে এগোচ্ছে সুদীপা চট্টোপাধ‍্যায়ের (sudipa chatterjee) সাফল‍্যতরী। একা হাতে দশভূজার মতোই ঘর বার সব সামলাচ্ছেন তিনি। আর শুধু সামলাচ্ছেনই না, রীতিমতো প্রশংসাও কুড়াচ্ছেন নিজের কাজের জন‍্য। চিত্রনাট‍্য লেখিকা, রান্নাঘরের রাণী থেকে একে একে নিজের একাধিক ব‍্যবসাও খুলে বসেছেন সুদীপা। রেস্তোরাঁ, বুটিকের পর এবার সোনার গয়নাও বিক্রি করবেন তিনি।

সোশ‍্যাল মিডিয়ার মারফতই অনুরাগী তথা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে থাকেন সুদীপা। এই নতুন ব‍্যবসার ঘোষনাও নেটমাধ‍্যমেই সেরেছেন তিনি। জি বাংলার ‘রান্নাঘর’ শোয়ে নিজের কিছু গয়নার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আপনাদের সমর্থন এবং আশীর্বাদ সঙ্গে করে আসছি আমার নিজের সোনার গয়নার কালেকশন নিয়ে। সুদীপা চ‍্যাটার্জি কালেকশন। খুব ছোট একটা উদ‍্যোগ। মাত্র কয়েকটি জিনিসই পাওয়া যাবে। তার মধ‍্যে কিছু আমার নিজের তৈরি।’

FB IMG 1635595648426
সুদীপা দাবি করেছেন, এই জিনিসগুলি সারা বিশ্বে খুঁজেও কোথাও পাওয়া যাবে না। আপাতত সোশ‍্যাল মিডিয়ায় গয়নাগুলির ছবি তিনি দেখাবেন না। তার জন‍্য ক্রেতাদের আসতে হবে সুদীপার গয়নার দোকানে। দোকানের ঠিকানা, ফোন নম্বর সমস্তই শেয়ার করেছেন সুদীপা। বালিগঞ্জ ফাঁড়ির কাছে ১৫, বন্ডেল রোডেই রয়েছে এই দোকান।

তিনি আরো জানিয়েছেন, হলমার্ক যুক্ত ২২ ক‍্যারেট সোনার গয়না পাওয়া যাবে তাঁর দোকানে। পাশাপাশি থাকবে কিছু বিশেষ উপহারও। ৩০ তারিখ বেলা ১২ টা থেকে ২ তারিখ রাত ২ টো পর্যন্ত এই উপহার থাকবে। থাকবে ধনকুবেরের মুর্তি,  সোনার গোপাল, সোনার পৈতে, সোনার হাতঘড়ি ও আরও অনেক কিছু। ইতিমধ‍্যেই অনেকে আগ্রহ দেখিয়েছেন সুদীপার দোকানের বিশেষ গয়না কেনার।

FB IMG 1635595893593
রেস্তোরাঁর পাশাপাশি ব্র‍্যান্ড সুদীপা চট্টোপাধ‍্যায় দিয়ে অনলাইন ব‍্যবসা শুরু করেছিলেন তিনি। শাড়ি থেকে শুরু করে গয়না কিংবা গয়না বড়ি, সবই এখানে পাওয়া যায় এক ছাদের তলায়। সঙ্গে আরো এক নতুন আইটেম যোগ হয়েছে ‘ব্র‍্যান্ড সুদীপা চট্টোপাধ‍্যায়’এ।

স্বামী অগ্নিদেব চট্টোপাধ‍্যায়ের নিজের হাতে ডিজাইন করা ডোকরার তৈরি মা দূর্গা ও রাবণের মূর্তি নিয়ে এসেছেন সুদীপা। কিছুদিন আগেই ছবি শেয়ার করে জানিয়েছেন এই মূর্তিগুলির বিশেষত্ব এবং উপকারিতার কথাও। সুদীপার দাবি, মা দূর্গার মূর্তি সব বিপদ থেকে পরিবারের রক্ষা করবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর