একসঙ্গে তিনজন স্টারকিড, নেপোটিজমের জয়ধ্বজা উড়িয়ে বলিউডে পা রাখছেন সুহানা-খুশি-অগ্যস্ত

   

বাংলাহান্ট ডেস্ক: আর কোনো জল্পনার অবসর রইল না । ছোট ময়ে খুশি কাপুরের (Khushi Kapoor) অভিনয় ডেবিউয়ের খবরে এক রকম শিলমোহর দিলেন প্রযোজক বনি কাপুর। শ্রীদেবী কন্যার সঙ্গে সঙ্গেই বলিউডে অভিষেক করতে চলেছেন শাহরুখ খান কন্যা সুহানা খান (Suhana Khan) এবং অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দাও। পরিচালক জোয়া আখতারের হাত ধরেই নাকি ইন্ডাস্ট্রিতে পা রাখবেন তিন তিনজন তারকা সন্তান।

বহুদিন ধরেই তিন সেলেব সন্তানের বলিউড ডেবিউয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। দিন কয়েক আগে জোয়ার অফিসেও দেখা মিলেছিল সুহানার। অন্যদিকে এক সঙ্গে নাচ প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল অগ্যস্ত ও খুশিকে। দুয়ে দুয়ে চারের হিসেব তখন থেকেই কষতে শুরু করেন নেটনাগরিকরা। অবশেষে মেয়ের অভিষেক নিয়ে বড়সড় তথ্য ফাঁস করলেন বনি।

Suhana Khan Agastya Nanda and Khushi Kapoor

সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে প্রযোজক বলেন, আগামী এপ্রিল থেকেই ছবির শুটিং শুরু করে দেবেন খুশি। তবে এর থেকে বেশি কিছু বলতে রাজি হননি বনি। অর্থাৎ গুঞ্জনেই এক রকম শিলমোহর দিয়েছেন তিনি। যদিও শাহরুখ বা অমিতাভের তরফে এখনো কোনো মন্তব্য করা হয়নি সুহানা ও অগ্যস্তর অভিষেক নিয়ে।

গত বছরের অগাস্ট মাসেই শোনা গিয়েছিল, বলিউডে পা রাখছেন সুহানা। নব্বইয়ের দশকের জনপ্রিয় কমিকস ‘আর্চি’র এক দেশি সংষ্করণ বানাতে চলেছেন জোয়া। একা সুহানা নন, তাঁর পাশাপাশি শ্রীদেবী কন‍্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগ‍্যস্ত নন্দাও ডেবিউ করতে চলেছেন এই ছবিতেই।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের খবর, আর্চি কমিকসের দুই মহিলা চরিত্রের জন‍্য সুহানা ও খুশি কাস্ট করেছেন জোয়া। সুহানাকে দেখা যাবে বেটির চরিত্রে এবং খুশি হবেন ভেরোনিকা। শোনা যাচ্ছে, কমিকসের মূল চরিত্র আর্চির ভূমিকায় দেখা যেতে পারে অগ‍্যস্তকে। নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে এই ছবি। তবে পুরো বিষয়টাই এখনো জল্পনার স্তরে রয়েছে। আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো খবরই মেলেনি পরিচালক বা অভিনেতা অভিনেত্রীদের তরফে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর