মনোনয়ন জমা দিতে বাঁধা! আত্মহত্যার হুমকি BJP প্রার্থীর

বাংলাহান্ট ডেস্কঃ প্রার্থীর নামে চলছে শ্লীলতাহানির মামলা। তাই স্থানীয় নেতারা প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে বললেই একেবারে আত্মহত্যার হুমকি দিয়ে বসলেন গলসির (Golsi)  বিজেপি প্রার্থী তপন বাগদি (Tapan Bagdi)। যা নিয়ে ইতিমধ্যেই গলসি বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্দরেই শুরু হয়েছে জোর চাপানউতোর। ভোটের মুখেই  প্রার্থীর এহেন হুমকিতে চরম অস্বস্তিতে পড়েছে দল।

উল্লেখ্য, বিজেপি প্রার্থী তালিকা (BJP Candidate List) ঘোষিত হওয়ার পরই সবাই নিজ নিজ কেন্দ্রে জোর কদমে জনসংযোগ ও প্রচার পর্ব শুরু করেছে। সেই মত গত ১৭ মার্চ গলসি কেন্দ্রে বিজেপি (BJP) নেতৃত্ব তপন বাগদির নাম ঘোষণা করার পরই বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ নিয়ে ইতিমধ্যেই নিজের প্রচার শুরু করেছেন তিনি। কিন্তু আচমকাই গতকাল তাকে ডেকে পাঠায় পূর্ব বর্ধমানের জেলা বিজেপি জেলা সভাপতি ও বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সেখানে তার বিরুদ্ধে পুরনো একটি শ্লীলতাহানির ( Indecency) মামলা চলায়, তাকে সরে যাওয়ার কথা বলেন তারা।

বল যদি ঠিক ঠাক পায়ে দেয়, তবে মমতাকে ডচ করে একের পর এক গোল দেবো' - গলসি বিধানসভার বিজেপির প্রার্থী তপন বাগদি

সেই প্রেক্ষিতে প্রার্থী তপন বাগদি মন্তব্য করেন ‘বহু প্রার্থীর বিরুদ্ধে কত কত মামলা চলছে , তারা নির্বাচনে  লড়তে পারলে আমি কেন পারব না।’ তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ঠিক মনে করেছেন বলে আমাকে সেই দায়িত্ব দিয়েছেন। আমি এ বিষয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছি। তিনি এও বলেন ২৯ মার্চ আমি মনোনয়ন জমা দেব, সেদিন যদি কোনও বাঁধা দেওয়া হয় বা আমাকে সরে যেতে বাধ্য করা হয়, তাহলে আমি জেলা কার্যালয়েই আত্মহত্যা করবো (Suicide Threat)। তপনের এহেন হুশিয়ারির ফলে রীতিমত শোরগোল পড়ে যায় স্থানীয় বিজেপির অন্দরে।

উল্লেখ্য, বাংলার প্রথম দফা নির্বাচনে (1st Phase Bengal Election) একাধিক কেন্দ্র থেকে যেখানে শাসক-বিরোধী সংঘাতের খবর রাজনৈতিক মহলে চর্চিত বিষয়। তখনই বিজেপি প্রার্থীর এহেন হুমকি হয়ে উঠেছে আলোচনার আরও একটি কেন্দ্র বিন্দু।

সম্পর্কিত খবর