দুশ্চিন্তার মধ্যেই কিছুটা স্বস্তি, একসঙ্গে জোড়া সুখবর পেলেন ইস্টবেঙ্গল ভক্তরা!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইস্টবেঙ্গল (East Bengal) কর্মকর্তা ও ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়েছে বলে একটা জল্পনা কিছু সময় ধরেই হাওয়ায় উড়ছে। জুলাই মাস থেকেই আগামী ফুটবল মরশুম আরম্ভ হয়ে যাবে ডুরান্ড কাপের মধ্যে দিয়ে, এমনটা শোনা গিয়েছে। কিন্তু তার আগে দল গঠনের বদলে ফুটবল বাদে অন্যান্য বিষয় নিয়ে বেশি মনোযোগে লাল হলুদ কর্তারা, এমনটা অনেক ভক্তই অভিযোগ তুলছেন। যদিও ইস্টবেঙ্গল কর্মকর্তাদের দাবি যে তারা ক্লাবের সুনামের জন্যই যা করা দরকার, সেটা করছেন।

এই মুহূর্তে এই টালমাটাল পরিস্থিতির মধ্যে দুটো ভালো খবর পেলাম ইস্টবেঙ্গল ভক্তরা। কিছুদিন আগেই ক্লাব অফিসিয়ালদের তরফ থেকে অপমানের অভিযোগ তুলে ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছিলেন সুজাতা কর। তার অধীনে ইস্টবেঙ্গল মহিলা দল কন্যাশ্রী কাপ জেতার পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স করেছিল জাতীয় মহিলা লিগেও।

তবে শোনা যাচ্ছে আপাতত দলের ফুটবলারদের ভবিষ্যতের কথা ভেবে নিজের পদত্যাগ মলতুবি রাখছেন সুজাতা। এর আগেও দুবার পদত্যাগ করে তিনি ক্লাবের অনুরোধে দায়িত্ব ফিরে আসেন। আবারও একবার তেমনটাই করে ইস্টবেঙ্গল সমর্থকদের মন জিতলেন সুজাতা। কাল ইস্টবেঙ্গল মহিলা দল কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে এই সিদ্ধান্ত অনেকই খুশি করেছে।

সেই সঙ্গে ইস্টবেঙ্গল ভক্তদের জন্য পরবর্তী মরশুমের সিনিয়র দল গঠনের ক্ষেত্রে একটি সুখবর পাওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে। এর আগে হায়দরাবাদ এফসির স্ট্রাইকার হাভিয়ের সিবেইরোকে দলে নেওয়াটা নিশ্চিত করে ফেলেছিল ইস্টবেঙ্গল। ঠিক থাকলে এবার তার হায়দরাবাদের সতীর্থ মিডফিল্ডার বোরহা পেরেরাও যোগ দিতে পারেন লাল হলুদে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী হায়দারাবাদের আর্থিক অবস্থা এই মুহূর্তে ভালো নয়। তাই কিছু ফুটবলের রিলিজ দিতে বাধ্য হচ্ছেন তারা। সেই সুযোগেই এই বছর ৩০-এর স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নেওয়ার চেষ্টা করতে পারছে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ইমামি এবং ওয়েস্টবেঙ্গল কথাটা মিলে কোচ কার্লেস কুয়াদ্রাতের হাতে শক্তিশালী টিম তুলে দিতে পারে কিনা সেটা নিয়েই চিন্তিত ভক্তরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর