‘অবাধে সন্ত্রাস!” শাহের কাছে অভিযোগ সুকান্তর, গভীর আলোচনা ৩৫৫, ৩৫৬ নিয়েও! তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এদিনও বাংলার একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। পাশাপাশি কোচবিহারে আরও এক বিজেপি কর্মীর হত্যার খবর প্রকাশ্যে এসেছে। আর এরই মধ্যে আচমকাই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যে ভোট পরবর্তী ও পূর্ববর্তী সন্ত্রাসের কথা তুলে ধরেছেন সুকান্তবাবু। এছাড়াও এই সন্ত্রাস দমনের জন্য রাজ্যে ৩৫৫, ৩৫৬ ধারা লাগু নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, এর থেকে ঠিক কী সমাধান বেরিয়ে এসেছে তা এখনো প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়ের জন্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসা করেছেন অমিত শাহ।

এদিন অমিত শাহ একটি ট্যুইট করে লেখেন, ‘পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।”

অমিত শাহ আরও লেখেন, ‘এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী-এর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং সুকান্ত মজুমদার , শ্রী শুভেন্দু অধিকারী এবং সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন যারা দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন।”

উল্লেখ্য, অমিত শাহ এর আগে ২০২৪ এর লোকসভায় নির্বাচনের জন্য বাংলা থেকে আরও বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছেন। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বাংলা থেকে ৩৬টি আসন পাওয়ার টার্গেট রেখেছেন। এখন দেখার বিষয় এটাই যে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এই অভূতপূর্ব সাফল্যের ঠিক কতটা প্রভাব লোকসভা নির্বাচনে পড়ে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর