তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণার পরই দিল্লিতে সুকান্ত, শুভেন্দুকে তলব! কি হতে চলেছে?

বাংলা হান্ট ডেস্কঃ এবার অখণ্ড বাংলার পক্ষে সওয়াল সুকান্ত, শুভেন্দুর (Sukanta Majumdar, Suvendu Adhikari)। একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। হঠাৎ শুরু বদল বঙ্গ বিজেপির (Bengal BJP)। পূর্বে বঙ্গ ভাগের দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন একাধিক বিজেপি নেতা। তবে এবার পঞ্চায়েত ভোট শেষ হতেই ভিন্ন দাবি গেরুয়া নেতাদের।

এই প্রসঙ্গে গতকাল শুভেন্দু বলেন, “ভাইপো যে উত্তরবঙ্গের নামটা মুছে দিতে চান সেটা জীবনেও হবে না। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের হৃদয়। টাইগার হিল থেকে তরাই, ডুয়ার্স, গৌরবঙ্গের রাজ থেকে শুরু করে কোচ রাজা, রাজবংশী সমাজ থেকে শুরু করে উত্তরের রায়ডাক, মহানন্দা, তিস্তা, তোর্সা এরা আমাদের সব চাইতে বড় সম্পদ। উত্তরবঙ্গের যন্ত্রনাটা যেদিন নির্বাচিত রাজ্য সরকার প্রশমিত করতে পারবে সেদিন এই উত্তরবঙ্গ বিভাজনের কথা কেও তুলবেনা বলে আমার বিশ্বাস।”

শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “বঙ্গ ভঙ্গের দাবি তো বিজেপিই করেছে। এখন বলছেন যে একই বঙ্গ। ওনারা পিছু হটছেন তো বটেই ঢোক গিলছে। আমি শুভেন্দু অধিকারীকে বলব দয়া করে এসব জ্ঞান, লেকচার বাদ দিয়ে অনন্ত মহারাজকে দিয়ে বলান আপনাদের সকলের সামনে। যে আমি বঙ্গভঙ্গ চাই না।”

অন্যদিকে বড় খবর, আজ দিল্লিতে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বকে রাজধানীতে তলব কেন্দ্রীয় নেতৃত্বের। সূত্রের খবর, সোমবার সকালে দিল্লিতে হবে বঙ্গ বিজেপির মেগা বৈঠক।

bjp flag

রাজ্য সরকার ও বিরোধী গেরুয়া শিবিরের সংঘাত চরমে। আগামী ৫ অগাস্ট রাজ্য বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচীর ডাক দিয়েছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার বিরোধীতা করে অভিষেকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি সহ এক মহিলা বিজেপি নেত্রী। এই উত্তপ্ত আবহেই এবার বঙ্গ বিজেপি নেতাদের দিল্লি সফর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর