“আমার মতো ভালোবাসা কেউ পায়নি”, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে আবেগে ভাসলেন সুনীল ছেত্রী

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার সকালে আসা একটি সংবাদেই মন খারাপ সমগ্র দেশের ফুটবল অনুরাগীদের। আর তা হবে নাই বা কেন! ভারতের (India) তারকা ফুটবলার তথা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) ঘোষণা করলেন অবসরের। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৩৯ বছর বয়সী এই ফুটবলার ভারতীয় ফুটবল দলের অন্যতম স্তম্ভ ছিলেন। ইতিমধ্যেই দেশের সেরা ফুটবলারদের তালিকায় তিনি নিজের একটি বিশেষ জায়গাও করে নিয়েছেন।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সুনীল ভারতীয় ফুটবল দলের হয়ে এখনও পর্যন্ত ১৫০ ম্যাচে মোট ৯৪ টি গোল করেছেন। পরিসংখ্যানের দিক থেকে ফুটবল বিশ্বের সর্বাধিক গোলদাতাদের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে। তবে, ভারতীয় ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হিসেবেই অবসর গ্রহণ করতে চলেছেন সুনীল ছেত্রী।

এমতাবস্থায়, তাঁর অবসরের ঘোষণা অনুরাগীদের কাছে যে এক বিরাট ধাক্কা তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি সুনীল জানিয়েছেন, আগামী ৬ জুন তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবেন। ওই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় ফুটবল দল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে। এছাড়াও, ম্যাচটি সম্পন্ন হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।

অর্থাৎ, কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি সুনীল খেলবেন কলকাতাতেই। এদিকে, ভারতের এই কিংবদন্তী ফুটবলার বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল “এক্স”-য়ে অবসরের কথা ঘোষণা করেছেন। সেখানে তিনি ৯ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওর মাধ্যমেই তিনি তাঁর অবসরের বিষয়টি সামনে আনেন।

আরও পড়ুন: স্টার্ক কিংবা বুমরা নয়! IPL-এ ইনিই হলেন সবথেকে ভয়ঙ্কর বোলার, নাম জানালেন ফিল সল্ট

এদিকে, অবসরের ঘোষণায় আবেগপ্রবণ হয়ে পড়েন সুনীল। তিনি বলেন ভারতের পরবর্তী ৯ নম্বর ফুটবলার খুঁজে নেওয়ার সময় এবার এসে গেছে। তাঁর মতে, “আমি এটা কখনও ভাবিনি যে দেশের হয়ে এতগুলি ম্যাচ খেলেছি আমি… মাস দু’য়েক ধরে আমি সেটা ভেবেছি। এই বিষয়টা খুব অদ্ভুত ছিল। কুয়েতের বিরুদ্ধে ম্যাচটা আমার শেষ ম্যাচ হবে। আর সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছিলাম বলেই আমি হয়তো বিষয়টা নিয়ে ভাবছিলাম।”

আরও পড়ুন: একইসাথে তিন ফুটবলারকে ছেড়ে বড় ধামাকার প্রস্তুতি মোহনবাগানের! এবার খেলবেন জোড়া বিশ্বকাপার

“আমার মতো কেউ ভালোবাসা পায়নি”: পাশাপাশি আবেগে ভেসে গিয়ে এই কিংবদন্তী ফুটবলার আরও জানান, “আমি এবার কিছুটা বিতর্কিত কথা বলছি। এমন কোনও খেলোয়াড়কে আমি জানি না, যিনি আমার থেকে বেশি ফ্যানদের থেকে ভালোবাসা, প্রশংসা পেয়েছেন। অনেক সময় অনেকেই বিভিন্ন কথা বলেন। এটা-ওটা নিয়ে কথা বলেন। তবে, আমার মতে, আমি সবথেকে বেশি ভালোবাসা, প্রশংসা এবং স্নেহ পেয়েছি।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর