হৃদযন্ত্রে ব্লকেজ নিয়েই অভিনয়, অস্ত্রোপচারের পর কেমন আছেন কমেডিয়ান সুনীল গ্রোভার?

   

বাংলাহান্ট ডেস্ক: বড় ফাঁড়া কাটল কমেডিয়ান অভিনেতা সুনীল গ্রোভারের (sunil grover)। সদ‍্য হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। অভিনেতা নিজেই জানিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। এখন অনেকটাই সুস্থ রয়েছেন সুনীল।

কমেডি নাইটস উইথ কপিলের দৌলতে জনপ্রিয়তার চূড়ায় উঠেছেন সুনীল গ্রোভার। আচমকা তাঁর অসুস্থতার খবরে তোলপাড় শুরু হয় নেটপাড়ায়। গত সপ্তাহে এশিয়ান হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাঁকে। গত ২৭ জানুয়ারি অস্ত্রোপচার করা হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে সুনীলের। এখন তিনি সুস্থ। খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।

Sunil Grover Health Update Sunil Grover admitted to the hospital
জানা যাচ্ছে, সুনীলের হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়েছিল। সেই অসুস্থ অবস্থাতেই তিনি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। পেশাদারিত্বের সঙ্গেই সম্পূর্ণ শুট শেষ করেন তিনি। তারপ‍র অস্ত্রোপচারের সঙ্গে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। বেশ কয়েকটি দৃশ‍্যের শুটিং করে তারপরেই হাসপাতালে ভর্তি হন তিনি।

কপিলের শোয়ের দৌলতে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সুনীল গ্রোভারের নাম। কমেডি নাইটস উইথ কপিলে তাঁর অভিনয় সকলেরই প্রিয়। হিন্দি টেলিভিশন দুনিয়ার অত‍্যন্ত জনপ্রিয় নাম সুনীল গ্রোভার। এছাড়াও কানপুর ওয়ালে খুরানাস, গ‍্যাংস অফ ফিল্মিস্তান এও অভিনয় করেছেন তিনি।

বড়পর্দাতেও বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে সুনীলকে। সলমন খান ক‍্যাটরিনা কাইফ অভিনীত ভারত, পটাখা, আমির খানের গজনি, গব্বর ইজ ব‍্যাক, দ‍্য লেজেন্ড অফ ভগৎ সিং এর মতো ছবিতে অভিনয় করেছেন সুনীল। গত বছর তাণ্ডব ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।

জানা যাচ্ছে, আগামীতে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের নতুন ছবিতেও দেখা যেতে পারে সুনীলকে। তবে বিষয়টা নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর মেলেনি। সুস্থ হয়ে কবে অভিনয়ে ফিরবেন সুনীল তাও জানা যায়নি। অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর