গানের কথা বদলানোর প্রতিশ্রুতি জলে গেল, প্রকাশ‍্য রাস্তায় জ্বলল সানি লিওনের পোস্টার

বাংলাহান্ট ডেস্ক: মাথা নত করেও কোনো লাভ হল না ‘সারেগামা’র। সানি লিওনের (sunny leone) ‘মধুবন’ (madhuban) মিউজিক ভিডিও নিয়ে বিক্ষোভ এখনো অব‍্যাহত রয়েছে। অতি সম্প্রতি মিউজিক ভিডিওর নির্মাতা সারেগামার তরফে নতিস্বীকার করে জানানো হয় গানের কথা ও নাম দুটোই বদলানো হবে। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি।

এবার প্রকাশ‍্য রাস্তায় জ্বালানো হল সানি লিওনের পোস্টার। অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং বলের সদস‍্যরা এম জি রোডের সুরসদন ক্রসিংয়ে একত্রিত হয়ে স্লোগান তোলেন। হিন্দুদের ধর্মাবেগে আঘাত করার অভিযোগে সানির বিরুদ্ধে হরিপরবত থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Seeing Sunny Leones new song Madhuban people got angry there 1200x720 1
সাম্প্রতিক এই মিউজিক ভিডিওতে শ্রীকৃষ্ণ ও রাধার পবিত্র প্রেম লীলাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মধ‍্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিন দিনের মধ‍্যে ভিডিও না সরালে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি।

সেই হুমকিতেই কাজ হয়। রবিবার রাতে একটি বিবৃতি জারি করে মধুবন নির্মাতা সারেগামা। তারা জানায়, গানের কথা এবং নাম দুটোই বদলে দিতে রাজি আছে তারা। সানি লিওন এবং সুরকার সাকিব তোশির বিরুদ্ধে কটাক্ষ হেনে বিজেপি মন্ত্রী স্পষ্ট বলেন, “কিছু মানুষ সমানে হিন্দুদের ধর্মাবেগে আঘাত হেনে চলেছেন। রাধার জন‍্য মন্দির রয়েছে। আমরা তাঁর কাছে প্রার্থনা করি। সাকিব তোশি তাঁর ধর্ম নিয়ে গান বানাতেই পারেন। কিন্তু এই ধরনের গান আমাদের আঘাত করে। তিন দিনের মধ‍্যে ভিডিওটি সরানো না হলে আমি আইনি পদক্ষেপ নেব।”

IMG 20211229 190959

এরপরেই সারেগামার তরফে বিবৃতি জারি করে বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনাবলী এবং নাগরিকদের ভাবাবেগের কথা ভেবেই মধুবন মিউজিক ভিডিওতে গানটির নাম এবং কথা বদলে দেবেন তারা। আগামী তিন দিনের মধ‍্যেই পুরনো মিউজিক ভিডিওটি সরিয়ে নতুন মিউজিক ভিডিও আনবেন তারা। তবে সারেগামা সুর নরম করলেও সানি লিওন বা গায়িকা কনিকা কাপুরের তরফে কোনো বিবৃতি এখনো সামনে আসেননি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর