শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়! বিরাট ইঙ্গিত সুপ্রিম কোর্টের বিচারপতির, সামনেই দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে উত্তাল রাজ্য। বঙ্গের শিক্ষক কেলেঙ্কারি সাড়া ফেলেছে গোটা দেশে। দুর্নীতির অভিযোগে গারদবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, শাসকদলের বহু নেতা বিধায়ক থেকে শুরু করে শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। হাইকোর্টে চলছে একের পর এক মামলা। এমনকী সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত গড়িয়েছে মামলার জল।

২০২২ থেকে শুরু করে ২০২৩ এর অক্টোবর। এখনও খোলেনি নিয়োগ দুর্নীতির জট। এই আবহেই এবার পুজোর আগেই রাজ্যের সব নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শীর্ষ আদালতে শেষে হবে বলে ইঙ্গিত দিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু (justice Aniruddha Bose)। এই নিয়ে মামলাকারীদের আশ্বস্ত করলেন বিচারপতি।

বুধবার রাজ্যের সমস্ত নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে। তবে এডিন বিচারপতি বেলা এম ত্রিবেদী অনুপস্থিত থাকায় শুনানি হয়নি। তবে বিচারপতি বসু জানান পুজোর ছুটির আগে শুনানি শেষ হবে। ছুটির মধ্যেই রায়ের কপি লিখে ফেলতে চান তারা।

পুজোর ছুটি শুরুর আগেই সুপ্রিম কোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শেষ করার ইঙ্গিত দেন বিচারপতি বসু। বুধবার বিচারপতি বসু জানান, তার সহ বিচারক ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকায় এদিন মামলার শুনানি সম্ভব নয়, যেহেতু মামলাটির একাংশ আগে শোনা হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ঝলমলে রোদ! মহালয়ার আগেই খুশির খবর শোনালো হাওয়া অফিস, বৃষ্টি শুধুমাত্র এই ৫ জেলায়

এরপর আদালতে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এভাবে দীর্ঘদিন মামলার শুনানি না হওয়ায় যোগ্যরা সঠিক বিচার পাচ্ছেন না। অন্যদিকে বিপক্ষের আইনজীবীরা এর দীর্ঘ শুনানির প্রয়োজন আছে উল্লেখ করে দুর্গাপুজোর ছুটির পর আদালত খুললে শুনানির প্রস্তাব দেন।

supreme court

তবে আইনজীবীদের এই প্রস্তাবে আপত্তি জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এরপরই মামলাকারীদের আশ্বস্ত করে বিচারপতি বসু বলেন, তারা পুজোর আগেই বঙ্গের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি শেষ করতে চান। বিচারপতির মন্তব্যে আশার আলো দেখছে বঞ্চিতরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর