রাজ্যে বন্ধ হবে CBI তদন্ত? মমতা সরকারের করা মামলার শুনানি শেষ, কী রায় দিল সুপ্রিম কোর্ট?

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে সিবিআই (Central Bureau Of Investigation) তদন্তের লাগামছাড়া অনুমতি বা ‘জেনারেল কনসেন্ট’ অনেকদিন আগেই প্রত্যাহার করে নিয়েছে মমতা সরকার (Government Of West Bengal)। কিন্তু তারপরও রাজ্যের অনুমতি ছাড়াই আদালতের নির্দেশ মত সিবিআই বিভিন্ন মামলায় এফআইআর (FIR) দায়ের করে তদন্ত চালাচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরোধীতা করে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য। বুধবার সেই মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। রায়দান স্থগিত রেখেছে দেশের শীর্ষ আদালত।

২০১৮ সালের নভেম্বর মাসে সিবিআইকে অবাধে তদন্ত করার অনুমতি বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে রাজ্য। তার তিন বছর পর ২০২১ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। দায়ের হয় মামলা। তবে এরপর তিন বছর ধরে সেই মামলা অমীমাংসিত ছিল। সম্প্রতি এই শুনানি দ্রুত শেষ করার জন্য কেন্দ্রকে চাপ দেয় সুপ্রিম কোর্ট। তাতেই হল কাজ। গতকাল মামলাটির শুনানি শেষ হল সর্বোচ্চ আদালতে।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে রাজ্যের দায়ের করা এই মামলাটির শুনানি চলছিল। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। কেন্দ্রের তরফে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি-র অপব্যবহারের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের লাগামছাড়া অনুমতি বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে মমতা সরকার।

আদালতে CBI তদন্ত নিয়ে রাজ্যের অভিযোগ ছিল সিবিআই একটি স্বাধীন সংস্থা নয়। সিবিআই কেন্দ্র নিয়ন্ত্রিত সংস্থা। রাজ্যের হাতে যেমন পুলিশ থাকে তেমনই কেন্দ্রীয় সরকারেরও হাতে রয়েছে সিবিআই, ইডির মতো তদন্তকারী সংস্থাগুলি। এই নিয়ে সওয়াল করে রাজ্যের আইনজীবী সিব্বল বলেন, রাজ্যের অনুমতি না থাকলে কেন্দ্রও সিবিআইকে নির্দিষ্ট রাজ্যে প্রবেশের অবাধ অনুমতি দিতে পারে না।

Supreme Court

আরও পড়ুন: আছড়ে পড়বে কালবৈশাখী! আগামী দুঘণ্টায় ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তড়িঘড়ি জারি সতর্কতা

ওদিকে কেন্দ্রের সলিসিটর জেনারেল বলেন, ‘‘সিবিআই একটি স্বাধীন সংস্থা। কেন্দ্র কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করে না। কেন্দ্র কোনও এফআইআর দায়ের করে না। এই মামলা সিবিআইয়ের বিরুদ্ধে নয়, কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে।’’ দুপক্ষের সওয়াল-জবাব শেষে আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর