ভোটের আগেই বদলে গেছে মুড, যোগী রাজ্যে ক্ষুব্ধ জনতা, সমীক্ষায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের উপর ক্ষুব্ধ হয়ে সরকার বদল চাইছেন সে’রাজ্যের ৪৭% মানুষ। একটি সমীক্ষায় উঠে গেল এবার এমনই চমকপ্রদ তথ্য।দোরগোড়ায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলিতে তুঙ্গে ব্যস্ততা৷ ডিজিট্যাল এবং সামনা-সামনি দুভাবেই প্রচার সারছেন প্রার্থীরা। উত্তরপ্রদেশ বিধানসভার কুরুক্ষেত্রে চক্রব্যূহ বানিয়ে জয়ী হবে কে, এই মুহুর্তে দাঁড়িয়ে সেটাই বড় প্রশ্ন। কিন্তু এরই মধ্যে একটি সমীক্ষায় উঠে এলো চমকপ্রদ তথ্য। যোগী সরকারের বদল চান সেই রাজ্যের ৪৭% মানুষ।

বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় এসে কী ভাবছে জনগন, কতটা হাওয়া কোন দলের পালে ইত্যাদি বিষয়ে একটি সমীক্ষা চালায় সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম। এবিপি নিউজ এবং সি ভোটারের করা ওই সমীক্ষায় মানুষজনকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি কি যোগী সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ এবং সরকার বদল চান?’, চাঞ্চল্যকর ভাবে ৪৭% মানুষই এই উত্তরে হ্যাঁ জানিয়েছেন। ক্ষুব্ধ, কিন্তু পরিবর্তন চান না জানিয়েছেন ২৭% মানুষ। যোগী সরকারকে নিয়ে সন্তুষ্ট সে রাজ্যের মাত্র ২৬% মানুষ।

স্বভাবতই এহেন তথ্য সামনে আসার পরই নড়েচড়ে বসেছে বিজেপি। যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীর মুখ সামনে রেখে নির্বাচন লড়ার পরিকল্পনা ছিল গেরুয়া শিবিরের। কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা এভাবে কমতে দেখে যে বেশ কিছুটা চাপের মুখে দল একথা বলার অবকাশ রাখে না।

yogi adityanath 123

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে ভোট শুরু হচ্ছে উত্তরপ্রদেশে। ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় পশ্চিম উত্তরপ্রদেশের ১১টি জেলার ৫৮টি আসনে, ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ৯টি জেলার ৫৫টি আসনে, ২০ ফেব্রুয়ারি ১৬টি জেলার ৫৯টি আসনে ভোট হবে।

চতুর্থ দফায় ২৩ ফেব্রুয়ারি লখনউ সহ ৯টি জেলার ৬০টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১টি জেলার ৬০টি আসনে, ষষ্ঠ দফায় ৩ মার্চ ১০টি জেলার ৫৭টি আসনে এবং সপ্তম ও শেষ ধাপে ৭ মার্চ ৯টি জেলায় ৫৪টি আসনে ভোটগ্রহণ করা হবে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর