“আমি ডিভিলিয়ার্স নই, আমি শুধু তাকে অনুকরণের চেষ্টা করি” মন্তব্য সূর্যকুমার যাদবের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ভারতীয় দল জিম্বাবুয়ের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে গেছে গ্রুপের শীর্ষে থাকা দল হিসাবে। সেই জয়ের ক্ষেত্রে আজ যারা বড় ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে একজন হলেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা এবং বিরাট কোহলি আজ ব্যর্থ হওয়ার পর যখন সূর্যকুমার যাদব অর্থ শতরন করে ফিরে গিয়েছিলেন তখন জিম্বাবোয়ে হয়তো ভেবেছিল তারা ভারতীয় দলকে বিশাল বড় স্কোরে পৌঁছনো থেকে আটকাতে পারবে।

কিন্তু তেমনটা একেবারেই হয়নি। প্রত্যাশিত হবে আর কারোর সাহায্য না পেলেও একক দক্ষতা একটি বিধ্বংসী ইনিংস খেলতে থাকেন সূর্যকুমার। যে ক্রিকেটীয় শৈলীর পরিচয় দিচ্ছিলেন আজ মাঠের মধ্যে আরো একবার মনে করিয়ে দিচ্ছিল এবি ডিভিলিয়ার্সের কথা। যে অনায়াস ভঙ্গিতে কঠিন কঠিন শটগুলো খেলছিলেন তিনি তা আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ছাড়া আর কোন ক্রিকেটার করে দেখাতে পারেননি। তাহলে ২৫ বলে ৬১ রানের ইনিংসের উপর ভর করেই ১৮৭ রানের বিশাল স্কোর খাড়া করতে পেরেছিল ভারত।

যদিও নিজের সঙ্গে এবি ডিভিলিয়ার্সের তুলনা করতে নারাজ সূর্যকুমার। তিনি ক্রিকেটের নতুন মিস্টার ৩৬০° কিনা সেই প্রশ্ন করা হলে, তিনি সরাসরি জানিয়ে দেন, “ক্রিকেটের দুনিয়াতে মিস্টার ৩৬০° একজনই ছিলেন আমি শুধু তার খেলাটা কিছুটা অনুকরণ করার চেষ্টা করি।” এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংটা অনেকটাই রপ্ত করে ফেলেছেন স্কাই। কয়েকটা পরিসংখ্যান দেখলেই সেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। প্রতি বছরে টি-টোয়েন্টি ফরমেটে সূর্যকুমার যাদব কি কি করেছেন তা প্রতিবেদনের পরবর্তী অংশে তুলে ধরা হলো।

Surya scoop

সূর্যের এই বছরের কীর্তিসমূহ:

  • আইসিসি ক্রমতালিকায় পয়লা নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হয়েছেন
  • এক ক্যালেন্ডার বর্ষে ভারতীয়দের দ্বারা সবচেয়ে বেশি টি-টোয়েন্টি রান করার রেকর্ড গড়েছেন
  • প্রথম ভারতীয় যিনি এক ক্যালেন্ডার বর্ষে এক হাজারের টি-টোয়েন্টি রান করেছেন
  • ২০২২ সালে বিশ্বে সর্বাধিক টি-টোয়েন্টি রান সংগ্রহকারী (১০২৬)
  • ২০২২ সালে সর্বাধিক ৫০ বা তার অধিক স্কোর (১০)
  • ২০২২ সালে ভারতের হয়ে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কার (৬)

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর