এবি ডিভিলিয়ার্সের সমকক্ষ হওয়ার জন্য এই পদক্ষেপ নিতে প্রস্তুত সূর্যকুমার! মত গৌতম গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখার পর সকলেই তার দক্ষতায় মুগ্ধ। গতবছর টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের মাটিতে শতরান করেছিলেন ক্ষুদ্রতম ফরম্যাটে। তার অনন্য ব্যাটিং শৈলী দেখে অনেকেই তাকে ভারতের এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) বলে আখ্যা দিয়েছেন।

কিন্তু যারা বাস্তববাদী, তারা জানেন যে ডিভিলিয়ার্সের উচ্চতায় পৌঁছতে এখনও অনেক দেরি আছে সূর্যকুমার যাদবের। শুধুমাত্র দ্রুতগতির বোলারদের বিরুদ্ধে নিখুঁত স্কুপ খেলে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তিকে ছোঁয়া সম্ভব নয়। সকলেই জানেন সীমিত ওভারের পাশাপাশি টেস্ট ফরম্যাটেও অত্যন্ত সফল এবি। অপরদিকে সূর্যকুমার এখনও দেশের হয়ে টেস্ট ফরম্যাটে নামারই সুযোগ পাননি।

AB Surya

সূর্যকুমার যাদব কি টেস্ট ফরম্যাটে সমমানের সাফল্য পাবেন। এই বিষয়ে তাকে নিয়ে যথেষ্ট আশাবাদী প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি মনে করেন এইমুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা তারকা টেস্টের জন্য তৈরি এবং অবিলম্বে তাকে ভারতের হয়ে সাদা জার্সি গায়ে চাপানোর সুযোগ দেওয়া উচিত।

তবে গম্ভীরের এই ধারণা একেবারে ভ্রান্ত বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। সূর্যকুমার যাদব যে লাল বলের ক্রিকেটেও সফল হতে পারেন সেই ধারণা যে যুক্তিসঙ্গত, তা তার সাম্প্রতিক রঞ্জি পারফরম্যান্সের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে কিছুটা সময় ভারতীয় দল থেকে বিশ্রাম পেয়েছিলেন স্কাই। সেই সময় তিনি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করেছেন।

এই সময় সূর্যকুমার যাদব সৌরাষ্ট্র ও হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে লাল বলের সামনে নিজের জাত চিনিয়েছিলেন। অজিঙ্কা রাহানের নেতৃত্বে দুটি ম্যাচেই একবার করে ৯০-এর গন্ডি ছুঁয়েছেন তিনি। স্কাই এখনও অবধি একবারই ভারতের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন, কিন্তু মাঠে নামার সুযোগ পাননি। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কি তার অপেক্ষার অবসান ঘটবে? উত্তর দেবে সময়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর