‘বড় পর্দায় দেখাতে হবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা’ এই দাবিতেই নেট দুনিয়ায় সরব গোটা দেশ

 

বাংলা হান্ট ডেস্ক : 14 ই জুন দুপুরবেলা মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সফল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পরে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। তার মৃত্যুর পরেই জল ঘোলা হতে শুরু করে। বেরিয়ে আসে বলিউডের ঝাঁ-চকচকে জগতের পেছনের আসল কাহিনী।

ইতিমধ্যে সুশান্তর মৃত্যুর জন্য সালমান খান, করন জোহার, এক্তা কাপুর প্রমুখ সেলিব্রিটির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দাবি উঠেছে বলিউড বয়কট করার। মুম্বাই পুলিশের তরফে জানানো হয়, ফাইনাল ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে ‘অন্য কোনও কারণে নয়, গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে সুশান্তর’।

IMG 20200626 WA0007 1

অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খায় তার মৃতদেহের ছবি যা দেখে নেটিজেন মহলের বিরাট অংশ দাবি করেন, ‘স্পষ্ট বোঝা যাচ্ছে, সুশান্তকে খুন করা হয়েছে। এটা কিছুতেই আত্মহত্যা নয়।’

সুশান্তের মৃত্যুর পরেই বলিউডের আসল চেহারা বেরিয়ে আসে সকলের চোখের সামনে। কিভাবে নেপোটিজম ও স্বজনপোষণ নীতি অনুসরণ করে সুশান্তর মতো প্রতিভাবান অভিনেতা কে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলিউড। বলিউডের নেপোটিজম নীতির বিরুদ্ধে মুখ খুলেছে খোদ বলিউডের তাবড় তাবড় তারকারা।

IMG 20200626 WA0005

আগামী 24 শে জুলাই ডিজিটাল প্লাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তি পেতে চলেছে মুকেশ ছাবরা পরিচালিত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। বিখ্যাত আমেরিকান লেখক জন গ্রিনের 2012 সালের জনপ্রিয় ‘দ্য নভেল ফল্ট ইন আওয়ার স্টার্স’ এর অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির গল্প।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা দিল বেচারা ওটিপি প্ল্যাটফর্ম হটস্টার ও আমাজনে লঞ্চ করার প্রস্তাব দেন প্রযোজকরা। এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় প্রযোজকদের। এরপরই তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় নেট দুনিয়া।

IMG 20200625 WA0009

‘কি কারনে সুশান্ত সিং রাজপুত এর শেষ ছবি বড় পর্দায় দেখানো হবে না?কেন তার শেষ সিনেমা অনলাইন প্লাটফর্মে লঞ্চ হবে?’ দুনিয়ার দাবি উঠছে, বড় পর্দাতে লঞ্চ করতেই হবে সুশান্ত সিং রাজপুতের সিনেমা দিল বেচারা যদি এমনটা না করা হয় সে ক্ষেত্রে বড় পর্দায় আগত মুভি মাফিয়াদের সব ছবি বয়কট করবে দর্শকরা। এমনই দাবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

কোনও অভিনেতা মারা গেলে দু-তিনদিন তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট লক্ষ করা যায় কিন্তু সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে দশ দিন হয়ে গেলেও সোশ্যাল মিডিয়া জুড়ে এখনো জীবন্ত সুশান্ত সিং রাজপুতের স্মৃতি। অজান্তেই সুশান্ত সিং রাজপুত বর্তমানে সকল দর্শকদের ইমোশন হয়ে উঠেছেন তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন প্রযোজকরা। এখন দেখার বিষয় দর্শকদের দাবি মেনে ও সুশান্ত কে শেষ শ্রদ্ধা জানাতে প্রযোজকরা তার শেষ ছবি দিল বেচারা বড় পর্দায় মুক্তি পেতে যায় কিনা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর