প্রকাশ‍্যে সুশান্তের মৃত‍্যু রহস‍্য, সামনে এল অভিনেতার ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট

বা‌ংলাহান্ট ডেস্ক: প্রকাশ‍্যে এল প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) ময়না তদন্তের (postmortem) চূড়ান্ত রিপোর্ট। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে আত্মহত‍্যাই করেছেন অভিনেতা। গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার কারনে শ্বাসরোধ হয়েই মৃত‍্যু হয়েছে তাঁর। শরীরে কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি অভিনেতার।
এর আগে ড. আর এন কুপার মিউনিসিপ‍্যাল হাসপাতালে হয় সুশান্তের প্রাথমিক ময়না তদন্ত। তিনজন চিকিৎসক স্বাক্ষর করেন সেই রিপোর্টে। চূড়ান্ত রিপোর্টে স্বাক্ষর করেছেন পাঁচজন চিকিৎসক। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তাঁর নখেও অন‍্য কোনও ব‍্যক্তির ডিএনএ পাওয়া যায়নি।
এখনও পর্যন্ত মুম্বই ২৩ জনের বয়ান রেকর্ড করেছে। তার মধ‍্যে অভিনেতার বাবা, তিন বোন, বান্ধবী রিয়া চক্রবর্তী, রাঁধুনি, ম‍্যানেজার, চাটার্ড অ্যাকাউন্ট‍্যান্ট রয়েছেন। পুলিস সূত্রে খবর, অভিনেতার আবাসনের সিসিটিভি ঠিকই কাজ করছিল। পাশের ঘরেই ছিল সুশান্তের পোষ‍্য ফাজ। তদন্তকারীরা জানিয়েছেন, সুশান্তের ভিসেরা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

IMG 20200625 WA0008
উল্লেখ‍্য, প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টেও অভিনেতার মৃত‍্যুকে ‘আত্মহত‍্যা’ বলেই উল্লেখ করা হয়েছিল। ড. আর এন কুপার মিউনিসিপ‍্যাল হাসপাতালে যে ডাক্তার সুশান্তের ময়নাতদন্ত করেন তিনি জানান, তাঁর শরীরে কোনও ড্রাগ বা বিষ রয়েছে কিনা তার পরীক্ষা জেজে হাসপাতালে হবে।
সুশান্তের মৃত‍্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী, মনোজ তিওয়ারি, অভিনেতা এজাজ খান সহ একাধিক ব‍্যক্তিত্ব। সুইসাইড নোট ছাড়াই পুলিস কিভাবে অভিনেতার মৃত‍্যুকে আত্মহত‍্যা বলে দাবি করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রূপা। সেই সঙ্গে আরও কয়েকটি প্রসঙ্গ নিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।
নিজের টুইটার হ‍্যান্ডেলে পরপর কয়েকটি টুইটের মাধ‍্যমে সুশান্তের মৃত‍্যুতে পুলিসের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রূপা গাঙ্গুলী। সুশান্তের অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ ঠিকমতো দেখা হয়েছিল কিনা, সুশান্তের মৃত‍্যুর পরের দিন কেন ঘটনাস্থলে পৌঁছাল ফরেন্সিক বিশেষজ্ঞ দল, এমনই কিছু প্রশ্ন টুইটের মাধ‍্যমে তুলে ধরেছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর