বিপর্যয় মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার, চাইলেও কাজ করতে দেওয়া হচ্ছে না BJP বিধায়কদেরঃ শুভেন্দু অধিকারী

বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) মোকাবিলায় একেবারে ব্যর্থ রাজ্য সরকার- ঠিক এমনভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (mamata banerjee) আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার ইয়াস পরবর্তীতে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, কমপক্ষে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এরাজ্যে। তবে প্রাণহানির সংখ্যা একেবারেই নগন্য।

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরবর্তীতে রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ‘প্রায় ৭-৮ দিন আগে থাকতেই সরকার এই বিপর্যয়ের বিষয়ে জানতে পেরেছিল। উপকূলবর্তী এলাকার বাঁধগুলির অবস্থা শোচনীয় থাকায়, কেন সেগুলো সংস্কার করা হয়নি? সরকার এই বিপর্যয় মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে’।

Suvendu Adhikari

এরপর তিনি বলেন, ‘জেলিংহামে গিয়ে মানুষকে ভিজে কাপড়ে থাকতে দেখে তাঁদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করলাম। কিন্তু অন্যদিকে হলদিয়ায় ত্রাণ শিবিরে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে বিজেপির কাউকে সেখানে ঢুকতেই দেওয়া হচ্ছে না। এই বিপর্যয়ের দিনে তৃণমূল ও প্রশাসনের লোকজনকে দেখাই যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাইছি, কিন্তু বিজেপি বিধায়কদের কাজ করতেই দেওয়া হচ্ছে না’।

ইয়াস পরবর্তীতে ক্ষয়ক্ষতির একটা হিসেব দিয়েছে রাজ্য সরকার। এবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে আজই বিভিন্ন জায়গায় আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী- এমনটা জানা গিয়েছে। আবার খবর পাওয়া গিয়েছে, বাংলায় এই বিপর্যয়ের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসছেন। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একসঙ্গে আকাশপথে সবকিছু খতিয়ে দেখবেন বলে সূত্রের খবর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর