তৃণমূল নয়, মনোনয়ন না তোলায় ক্যান্সার আক্রান্ত বিজেপি প্রার্থীকে মারধর পুলিশের! বিস্ফোরক শুভেন্দু

বর্তমানে পশ্চিমবঙ্গে (West Bengal) পঞ্চায়েত ভোট (Panchayat Election) নিয়ে দামামা বেজে গিয়েছে। চারিদিকে পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে। যদিও, এবারের ভোট নিয়ে নানান বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। এমনকি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পর্যন্ত মামলা গড়িয়েছে। যার জেরে আদালত CBI তদন্তের নির্দেশও দিয়েছে।

এত কিছুর মধ্যে বারবার বিরোধী প্রার্থীদের উপর তৃণমূলের (Trinamool Congress) অত্যাচারের খবর উঠেই আসছে। মারধর করে মনোনয়ন প্রত্যাহার। গায়ের জোরে মনোনয়ন জমা না দিতে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ছিলই, এবার পুলিশের বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থীদের উপর অত্যাচারের অভিযোগ উঠল। এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দুটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে, ঝাড়গ্রাম জেলা পরিষদের ১১ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতোকে কোনও কারণ ছাড়াই মারধর করেছেন সাঁকরাইল থানার OC সইফুদ্দিন আহমেদ খন্দকার।

শুভেন্দু তাঁর ট্যুইটে লিখেছেন, ক্যানসার আক্রান্ত শুভঙ্কর মাহাতোর দোষ এটাই যে, তিনি বিজেপির প্রার্থী এবং তাঁকে নানান ভাবে তৃণমূলের তরফ থেকে ভয় দেখানোর পরেও তিনি নিজের নাম প্রত্যাহার করেন নি। আর এই কারণেই তিনি পার্টি অফিসে থেকে বাড়ি ফেরার সময় পুলিশ আধিকারিক তাঁকে অন্যায্য ভাবে জিজ্ঞাসাবাদ করে মারধর করেন। বর্তমানে তাঁকে গুরুতর আহত অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শুভেন্দু অধিকারী আরও লিখেছেন যে, শুভঙ্কর মাহাতো কুরমি সমাজের প্রতিনিধি। শুভেন্দু লিখেছেন, এভাবে এই পুলিশদের উপর দায়িত্ব দিয়ে স্বচ্ছ নির্বাচন করা সম্ভব তো? শুভেন্দুর এই ট্যুইটের পর ফের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর