‘কাজ দিতে পারছে না আর নতুন নতুন ফ্লেভারের মদ আনছে’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে মদের (alcohol) দাম কমানো নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন পেট্রোপণ্যের দাম, না কমিয়ে মদের দাম কমানো হল- এই ইস্যুতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী। পরবর্তীতে ওয়াক আউট করে বেরিয়ে যান বাকি বিজেপি বিধায়করা।

এদিন কর্মসংস্থান, মদ বন্ধের দাবি, পেট্রোপণ্যে রাজ্য ভ্যাট কমাক এবং নারী নিরাপত্তা- এইসকল বিষয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চায় বিজেপি। তার মধ্যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মুলতুবি প্রস্তাব পাঠ করে বলেন, ‘মদের দাম ৩০ শতাংশ কমিয়েছে রাজ্য সরকার। নতুন ব্র্যান্ডের মদ পাওয়া যাচ্ছে মাত্র ২৮ টাকায়। রাজ্যে বর্তমানে ২ কোটি বেকার রয়েছে। আর এই সময় বেকার সমস্যা প্রকট রেখে, যুব সম্প্রদায়কে মাদকাসক্ত করে তোলা হচ্ছে’।

jvjvbjh

বিধানসভায় বিজেপি বিধায়করা প্রস্তাব পাঠ করলেও, তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এরপর এই বিষয়কে ইস্যু করে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। আর তাঁর দেখাদেখি বাকি বিধায়করাও বেরিয়ে যান।

রাজ্য সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘নিত্য নতুন মদ এনে, দাম কমিয়ে সমাজকে বিপথে চালিত করছে রাজ্য সরকার। এই বিষয়ে বিজেপি মহিলা বিধায়ক এই বিষয়ের বিরোধিতায় বিধানসভায় মুলতুবির প্রস্তাব আনলেও, এর সঠিক উত্তর দেননি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী’।

তিনি আরও বলেন, ‘২ কোটি বেকার রয়েছে রাজ্যে। এসএসসি, টেট এবং প্রাইমারি বন্ধ রয়েছে ২০১৪ সাল থেকে। আবার অন্যদিকে রেজাল্ট বেরিয়ে গেলেও দুর্নীতির কারণে, বন্ধ রয়েছে আপার প্রাইমারিতে ভর্তি। সবমিলিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর